বংটাইমস নিউজ,শুভম সিং, : পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের তাজপুর জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক মৃনাল কান্তি দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিভাবকদের। বেশকিছুদিন ধরে ওই শিক্ষক পড়াশোনার আছিলায় ছোট ছোট ছাত্রীদের গায়ে হ…
বংটাইমস নিউজ,শুভম সিং, : পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের তাজপুর জুনিয়ার বেসিক স্কুলের শিক্ষক মৃনাল কান্তি দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিভাবকদের। বেশকিছুদিন ধরে ওই শিক্ষক পড়াশোনার আছিলায় ছোট ছোট ছাত্রীদের গায়ে হাত দেয় ও অপব্যবহার করে। এরপর শিক্ষককে স্কুলের মধ্যে তালা দিয়ে রেখে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা।সেই সাথে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে,এলাকায় যায় এগরা
থানার বিশাল পুলিশ বাহিনী।অভিভাবকদের অভিযোগ কয়েক মাস ধরে,ওই কৃতিমান শিক্ষক মৃনাল কান্তি দাস আমাদের মেয়েদের গায়ে হাত দিচ্ছে।আমরা প্রথম,প্রথম,বুজতে পারিনি।তারপর দিনের পর দিন,আরো ছাত্রীদের গায়ে হাত দেয়ার খবর পাই,ও জানতে পারি।আমাদের মেয়েদের জিগ্যেস করতেই তারা সব কথা জানায়।আবার অভিযুক্ত
শিক্ষক আমাদের মেয়েদের ধমক দেয়,বাড়িতে বললেই পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দেবো,এই রকম শাসনিও দেয়,গুণধর শিক্ষক।তাই আজ আমরা ওই বাজে শিক্ষকে স্কুলে তালা দিয়ে রেখেছি। এর শাস্তি চাই।এর বিচার চাই।
এপডিপিও বলেন , ঘটনার তদন্ত শুরু হয়েছে । আইন আইনের পথে সর্বদা সচল থাকবে ।



No comments