বংটাইমস নিউজ;- হলদিয়ার পরাণচক প্রাইমারি স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচিতে পড়ুয়াদের দিয়ে পায়খানার প্যান পরিস্কার করানোকে ঘিরে বিতর্ক তৈরি হল। শনিবার এই কর্মসূচি পালনের পর স্কুলের 'দায়িত্বশীল' শিক্ষক সুকুমার শেঠ সগর…
বংটাইমস নিউজ;- হলদিয়ার পরাণচক প্রাইমারি স্কুলে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচিতে পড়ুয়াদের দিয়ে পায়খানার প্যান পরিস্কার করানোকে ঘিরে বিতর্ক তৈরি হল। শনিবার এই কর্মসূচি পালনের পর স্কুলের 'দায়িত্বশীল' শিক্ষক সুকুমার শেঠ সগর্বে সেই ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, স্কুল ড্রেস পরে ক্লাস থ্রি ও ফোরের ছাত্ররা স্কুলের টয়লেট ও ল্যাট্রিনের প্যান পরিস্কার করছে হারপিক দিয়ে!!
চারটি ছাত্র এই কাজ করছে। মোবাইলে সেই ছবি তুলে পোস্ট করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। ছবি পোস্ট হতেই তা শেয়ারও করেছেন অনেকে। এই ছবি পোস্ট হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের নিন্দায় সোচ্চার মানুষজন।
অভিভাবকরাও ক্ষুব্ধ স্কুলের এই আচরণে। অভিভাবকরা জেলা বিদ্যালয় প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান মানস দাস ও মহকুমাশাসকের কাছে সোমবার অভিযোগ জানাচ্ছেন।





No comments