Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

পার্টি অফিস দখল কে কেন্দ্র করে ধুন্ধুমার তৃণমূল ও বিজেপি মাথা ফাটল অর্জুন সিংয়ের

পার্টি অফিস দখল কে কেন্দ্র করে সকাল থেকেই ধুন্ধুমার তৃণমূল ও বিজেপি রণক্ষেত্র কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল। ইটের ঘায়ে মাথা ফাটে বিজেপি সাংসদের  অর্জুন সিংয়ের  । সংঘর্ষের জেরে মাথা ফেটে গিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।কয়েক রাউ…



 পার্টি অফিস দখল কে কেন্দ্র করে সকাল থেকেই ধুন্ধুমার তৃণমূল ও বিজেপি রণক্ষেত্র কাঁকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল। ইটের ঘায়ে মাথা ফাটে বিজেপি সাংসদের  অর্জুন সিংয়ের  । সংঘর্ষের জেরে মাথা ফেটে গিয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।কয়েক রাউন্ড গুলিও চলে এলাকায়। শূন্যে গুলি ছোঁড়ে পুলিস। সবমিলিয়ে ধুন্ধুমার এলাকা। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। জখম অর্জুন সিংকে চিকিৎসার জন্য কলকাতায় অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় ৭টি সেলাই পড়েছে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন বিজেপি নেতা মুকুল রায়।  সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে শ্যামনগরের ফিডার রোডে। জানা গিয়েছে, আজ সকালে শ্যামনগর এলাকায় অবস্থিত বিজেপির ৩টি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। আর সেই ঘটনাকেই কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। উত্তেজনার পারদ চড়ে এলাকায়।প্রসঙ্গত, ওই ৩টি পার্টি অফিসই আগে তৃণমূলের ছিল। কিন্তু লোকসভা ভোটের ফলপ্রকাশের পর দলবদলের হিড়িকে তৃণমূল নেতা-কর্মীরা গিয়ে বিজেপিতে নাম লেখায়। কর্মীদের পতাকার রং বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় পার্টি অফিসের রংও। পার্টি অফিসের দখল নেয় বিজেপি। আজ ফের সেই পার্টি অফিসগুলি পুনর্দখল করে তৃণমূল। বিজেপির পতাকা খুলে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। এই ঘটনায় এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।
 যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ওই পার্টি অফিসগুলি তৃণমূলের ছিল। বিজেপি জবরদখল করেছিল। আজ সেগুলি দখলমুক্ত করা হল।

No comments