বংটাইমস নিউজ;- স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ পূর্তি উপলক্ষে হলদিয়ার চকদ্বীপায় আয়োজন করা হল আলোচনা সভা। স্বামীজি কীভাবে শিকাগো পৌঁছলেন হাজার বাধা অতিক্রম করে, শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর অংশগ্রহণ এবং তারপর অসাধারণ…
বংটাইমস নিউজ;- স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ পূর্তি উপলক্ষে হলদিয়ার চকদ্বীপায় আয়োজন করা হল আলোচনা সভা। স্বামীজি কীভাবে শিকাগো পৌঁছলেন হাজার বাধা অতিক্রম করে, শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর অংশগ্রহণ এবং তারপর অসাধারণ বাগ্মীতায় সারা বিশ্বের সামনে ভারতবর্ষের সুমহান ঐতিহ্য তুলে ধরলেন, জয়
করলেন বিশ্ববাসীর হৃদয়, মনোগ্রাহী আলোচনায় তা তুলে ধরেন ইংরেজির শিক্ষক মধুপ রায়। অনন্য গায়কীতে কীর্তন ও ভজন গেয়ে আলোচনাসভার সুর বেঁধে দেয় মেখলা রায়। সভায় উপস্থিত ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক অরিন্দম দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র সেন,কবি আশিস মিশ্র, কবি দেবাশিস প্রধান।
No comments