বংটাইমস নিউজ;- হলদিয়া ৬৫ তম রাজ্য স্কুল খো খো চ্যাম্পিয়নশিপ ( অর্নূধ ১৪) অনুষ্ঠিত হল হলদিয়া পুনরবাসন বিদ্যানিকেতন ( উঃমা) মাঠে। ৬ই সেপ্টেম্বর থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী খেলার আয়োজন করা হয়। শুক্রবার খেলার উদ…
বংটাইমস নিউজ;- হলদিয়া ৬৫ তম রাজ্য স্কুল খো খো চ্যাম্পিয়নশিপ ( অর্নূধ ১৪) অনুষ্ঠিত হল হলদিয়া পুনরবাসন বিদ্যানিকেতন ( উঃমা) মাঠে। ৬ই সেপ্টেম্বর থেকে ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী খেলার আয়োজন করা হয়। শুক্রবার খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক কহুক ভূষণ, হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশুসেখর মন্ডল, জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী,
হলদিয়া পুনরবাসন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর তপন কুমার জানা সহ অন্যান্যরা। জলপাইগুড়ি, নদিয়া, দক্ষিন ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ রাজ্যের বাছাই করা মোট ১৪ টি দল প্রতিযোগীতায় অংশগ্রহন করে। প্রতি দলে মোট ১২ জন করে ১৬৮ জন খেলোয়াড় অংশগ্রহন করে। এখান থেকে ২০জন খেলোয়ার বাছাই করা হবে ন্যাসানেলে
খেলার জন্য।২০ জন বাছাই করে নদীয়া টেনার দিয়ে প্রসিখন দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিযোগীরা একের পর এক ধাপে লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেস্টা করে চলেছে। খেলা দেখার জন্য শিল্প শহর হলদিয়ার মানুষের ভীড় ছিলো দেখার মতো। হলদিয়া পুনরবাসন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড: তপনকুমার জানা বলেন, খো খো একটি প্রাচীন খেলা। সেই খেলা ক্রমে হারিয়ে যেতে বসেছিলো।রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে সেই খেলাকে আবার মর্যাদার সাথে ফিরিয়ে আনার জন্য ব্লক,জেলা, রাজ্যস্তরে খেলার মানোন্নয়ন ঘটানো হচ্ছে।



No comments