বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর 27 তম জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হল মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলে ।উদ্বোধনে উপস্থিত ছিলেন মহিষাদল গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারমিতা গীরিবাগ ,HIT র অধ্যাপক মন…
বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর 27 তম জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হল মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলে ।উদ্বোধনে উপস্থিত ছিলেন মহিষাদল গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারমিতা গীরিবাগ ,HIT র অধ্যাপক মনি গ্রীব বাগ ,ডক্টর গৌরী শংকর রায় মহাপাত্র, ডক্টর অরুনাংশু গিরি । উদ্বোধনী অনুষ্ঠানে পারমিতা গীরিবাগ বলেন ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করার জন্য এই ধরনের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিজ্ঞান কংগ্রেসের
অধিবেশনে 59 টি প্রজেক্ট উপস্থাপিত হয় মোট প্রায় 130 জন ছাত্র-ছাত্রী ও 50 জন গাইড টিচার উপস্থিত ছিলেন । শিশু বিজ্ঞান কংগ্রেসের ব্যবস্থাপক পূর্ব মেদিনীপুর রমন সেন্টিনারি সায়েন্স ক্লাবের পক্ষে অজিত কুমার সাহু বলেন এই ধরনের কাজ বিদ্যালয়ের পঠন পাঠনের যুক্ত যে প্রজেক্ট ওয়ার্ক তার সঙ্গে সংযুক্ত করে এবং জেলার আরো বিজ্ঞান
সংস্থাগুলিকে যুক্ত করে এই শিশু বিজ্ঞান কংগ্রেস কে আরো জনপ্রিয় করতে হবে ।এই বছরে 27 তম রাজ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুর্গাপুরে, একুশে সেপ্টেম্বর শনিবার জেলার 15 টি টিম নির্বাচিত হয়ে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে . পূর্ব মেদিনীপুর শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলা কো অর্ডিনেটর কার্তিক আদক বলেন শিশুদের মনে বিজ্ঞান চেতনা ও মনস্ক গড়তে শিশু দের কে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি এই সমস্ত বিজ্ঞান ধর্মী কাজে শিশু দের উৎসাহিত করতে হবে ।




No comments