বংটাইমস নিউজ;- হস্টেলের বন্ধুদের নিয়ে সপ্তাহান্তে ছুটির দিনে বাড়ি যাওয়ার পথে মহিষাদলের কাপাএড়িয়ার কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক মাদ্রাসা পডুয়ার। শুক্রবার সন্ধে নাগাদ ৪১নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এঘটনা ঘটে। পুলিশ সূত্রে …
বংটাইমস নিউজ;- হস্টেলের বন্ধুদের নিয়ে সপ্তাহান্তে ছুটির দিনে বাড়ি যাওয়ার পথে মহিষাদলের কাপাএড়িয়ার কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক মাদ্রাসা পডুয়ার। শুক্রবার সন্ধে নাগাদ ৪১নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মকদুম রহমান। আরও দুই ছাত্র গুরুতর জখম হয়েছে। তারা বর্তমানে তমলুক জেলা হাসপাতালে ভর্তি। শুক্রবার জুম্মাবারে তাদের ছুটও ছিল। মৃত ছাত্রের বাড়ি ইশ্বরদহ জালপাইতে। মকদুমের পাড়ায় শোকের ছায়া।


No comments