বংটাইমস নিউজ;- ঈষদ নোনা জলের মাছ চাষ থেকে একদম পুকুরের মিষ্টি জলের চাষের অভিনবত্বে হলদিয়া এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে। সরপুটি , মাগুর, শিঙ্গি, পাবদার মতো প্রায় হারিয়ে যাওয়া দেশী মাছের সফল বানিজ্যিক চাষ হচ্ছে হলদিয়ায়। মিষ্টি জল…
বংটাইমস নিউজ;- ঈষদ নোনা জলের মাছ চাষ থেকে একদম পুকুরের মিষ্টি জলের চাষের অভিনবত্বে হলদিয়া এক অনন্য নজির সৃষ্টি করে চলেছে। সরপুটি , মাগুর, শিঙ্গি, পাবদার মতো প্রায় হারিয়ে যাওয়া দেশী মাছের সফল বানিজ্যিক চাষ হচ্ছে হলদিয়ায়। মিষ্টি জলের পুকুরের আমুর কার্প, পেংবা মাছ, গিফট তেলাপিয়া প্রভৃতির মতো একে বারে নতুন মাছের সফল চাষ যেমন রাজ্যে প্রথম হয়েছে,তেমনি নোনাজলের ভেনামী ভেড়িতে সামুদ্রিক আমেরিকান পমফ্রেট মাছের চাষ শুরু হয়েছে হলদিয়ায়। চাষ হয়েছে মুক্তোগাছা, মিল্ক ফিস প্রভৃতি মাছের। মাছের বিভিন্ন প্রজাতী বৈচিত্রে হলদিয়া দেশের নজরে। হলদিয়া ব্লক মৎস্য দপ্তরের অভিনব উদ্যোগে মাছের জীববৈচিত্র্যের গুরুত্ব
বুঝিয়ে মাছ চাষিদের মাধ্যমে বিভিন্ন মাছের সফল চাষে হলদিয়া এখন মাছ চাষে দেশের রোল মডেল । মাছের প্ৰজাতির বৈচিত্ৰ্যতা হলদিয়া গেলেই দেখা মেলে। উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ এ অবস্থিত দেশের অন্যতম মৎস্য-গবেষনা কেন্দ্র “ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্স” (এন বি এফ জি আর) এর ডাইরেক্টর ডঃ কুলদীপ কে লাল বেশ কিছুদিন আগে হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহুকে ফোনে হলদিয়ার মাছ চাষের বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। দেশীয় মাছের সফল বানিজ্যিক চাষের সাথে বৈচিত্রময় মাছের মিশ্রচাষের বাস্তব রূপায়ন হচ্ছে হলদিয়ায় ; আর সেই সূত্র ধরে ডাইরেক্টর ডঃ কুলদীপের নির্দেশে ৯ই সেপ্টেম্বর ২০১৯ সোমবার, “এন বি এফ জি আর” এর মৎস্য বৈজ্ঞানিক ডঃ সন্তোষ যাদব হলদিয়ায় বিভিন্ন মাছের খামার গুলি পরিদর্শন করেন। মাছের খামার পরিদর্শনের পাশাপাশি খামারিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন । যা শুনে এসেছিলেন দেখে তার থেকেও বেশি চমকপ্রদ ও খুশি হন। হলদিয়ায় বিভিন্ন মাছের বৈজ্ঞানিক চাষের মাধ্যমে মাছের এই সংরক্ষন উদ্যোগে অভিভুত হন তিনি। মৎস্য বৈজ্ঞানিক ডঃ এস যাদবকে হলদিয়ায় অভ্যর্থনা জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী। ওনার হাতে একটি স্মারক স্মৃতি হিসেবে তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু, তিনি বিভিন্ন মাছের খামার গুলি ঘুরিয়ে দেখান। হলদিয়ার বিভিন্ন মাছের ফার্ম গুলি পরিদর্শন করার পর হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জী, সভাপতি সুব্রত কুমার হাজরা, সহ সভাপতি সাইফুল ইসলাম মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাঝি ও মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু’র সাথে একটি চা চক্রে যোগদান করে মত বিনিময় করেন। মাছ চাষ দেখে সন্তোষ প্রকাশ করেন, প্ৰজাতির বৈচিত্ৰ্যতায় মাছ চাষে দেশের রোল মডেল হলদিয়া।হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের আওতায় আধুনিক মাছ চাষের সাথে সাথে পরিবেশ বান্ধব জৈব মাছ চাষের মাধ্যমে গুনগত স্বাস্থ্যকর বৈচিত্রময় মাছের উৎপাদনই হলদিয়ার মাছ চাষিদের অন্যতম বৈশিষ্ট্য যা বিভিন্ন মৎস্য বৈজ্ঞানিকদের আকর্ষিত করছে । মৎস্য বৈজ্ঞানিকরা হলদিয়ার মাছ চাষের ক্ষেত্র গুলি ঘুরে দেখে যাচ্ছেন, এতে আমাদের মাছ চাষিরাও খুব উৎসাহীত হচ্ছেন । এই বৈজ্ঞানিক মাছ চাষের দৃষ্টিভঙ্গি আগামীতে ধরে রাখাটাই অন্যতম কর্তব্য”


No comments