বংটাইমস নিউজ;- বিহারে নীতীশ কুমারের নাগরিকপঞ্জি নিয়ে সাফ জানিয়ে দিলেন পক্ষে নেই তাঁর দল। জোট সরকার পরিচালিত বিহারে আলোচনার শুরুতেই এমন ধাক্কা খেতে তারা আশা করেনি। বিহারে নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি’র জোট সরকার চলছে। মন্ত্রি…
বংটাইমস নিউজ;- বিহারে নীতীশ কুমারের নাগরিকপঞ্জি নিয়ে সাফ জানিয়ে দিলেন পক্ষে নেই তাঁর দল। জোট সরকার পরিচালিত বিহারে আলোচনার শুরুতেই এমন ধাক্কা খেতে তারা আশা করেনি। বিহারে নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি’র জোট সরকার চলছে। মন্ত্রিসভায় দাঁড়িয়ে যখন বিজেপি’র মন্ত্রীরা প্রকাশ্যে এনআরসি’র পক্ষে সওয়াল করছেন, তখন ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নীতীশ কুমার সাফ জানিয়ে দিলেন, অসমের মতো এনআরসি নিয়ে পক্ষে নেই তাঁর দল।সূত্রের খবর, বিহার রাজ্য সরকারের বিজেপি মন্ত্রীরা চাইছেন, রাজ্য থেকে বহিরাগতদের তাড়াতে। অসমে নাগরিক পঞ্জি প্রকাশিত হওয়ার পরই এই ইস্যুতে জোরকদমে হাওয়া তুলেছে গেরুয়া শিবির। তখন আরএসএস ঘনিষ্ট তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা বলেন, ‘একটি নীরব আগ্রাসন এবং এটি বিহারের কয়েকটি জেলায় স্পষ্ট।’এই নাগরিকপঞ্জির নীতি নিয়ে বিরোধিতা করেছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোরও। তিনি জেডিইউ দলের রাজ্যসভার সদস্যও। ফলে নীতীশ বেঁকে বসেছেন। আর এই বেঁকে বসায় আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে বিজেপি–জেডিইউ শিবির।


No comments