নিজস্ব সংবাদ তমলুক ঃ- সবাই বলে দেবাঙ্গ! নাক ছিটিয়ে বলে। শারীরিক অক্ষমতা থাকার জন্য।প্রত্যেক মানুষেরই শরীরের মধ্যে অক্ষমতা থাকে পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে চিহ্নিত করা হয় দেবাঙ্গ। ডান হাত নেই বাম হাত কে অবলম্বন করে
দু চোখে অনে…
দু চোখে অনেক স্বপ্ন নিয়ে একটি হাত আর দুটো পা অকেজো হওয়া সত্ত্বেও জগন্নাথ প্রধান। কেবল মনের জোরে দিন রাত এক করে বানিয়ে চলেছেন রাখি। তার ইচ্ছা তার নিজের সকল প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সে বাঁচতে চায় মানুষের মধ্যে।তাই সে রাত দিন এক করে কাজ করে চলেছেন। চোখে হাজার স্বপ্ন নিয়ে জগন্নাথ বানিয়ে চলছে রাখি।


No comments