Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, কলকাতা মহানগরের প্রাক্তন মেয়র, তৃণমূল বিধায়ক শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ অধ্যাপক সমিতির সাধারণ সম্পাদিকা শ্রীমতি বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন।

নিজস্ব প্রতিবেদন ;-  তাঁর সঙ্গে দলের চিন্তাভাবনার মিল হচ্ছিল না। সে কারণেই তৃণমূলের সঙ্গে বাড়ছিল দূরত্ব। নতুন দলে নাম লেখানোর  শোভন চট্টোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী নিয়ে দূরত্বের সূত্রপাত, তা খোলসা করেননি ।


নিজস্ব প্রতিবেদন ;-  তাঁর সঙ্গে দলের চিন্তাভাবনার মিল হচ্ছিল না। সে কারণেই তৃণমূলের সঙ্গে বাড়ছিল দূরত্ব। নতুন দলে নাম লেখানোর  শোভন চট্টোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী নিয়ে দূরত্বের সূত্রপাত, তা খোলসা করেননি ।

তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। সেই দল ছেড়ে দিলেন কেন? শোভন চট্টোপাধ্যায় বলেন,'কারণটা বহুদিন ধরে পরিষ্কার হচ্ছিল। দলের সঙ্গে নিজের চিন্তাভাবনা মিলছিল না। বহু ঘটনাই পিছনে রয়েছে। আস্তে আস্তে স্পষ্ট হবে। আগামী দিনে বিষয়গুলি সামনে আসবে। সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। সেটা গ্রহণ করেছি।'

 ২২ নভেম্বরের পর আমার সঙ্গে যোগাযোগ বা কথা হয়নি। আমাকে বোঝানোর কথা হচ্ছে বলে শুনেছি, সেটা সবটাই জল্পনা।তার আগে গেরুয়া শিবিরের নাম লেখার পর পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করেন শোভন চট্টোপাধ্যায়। বলেন, 'তৃণমূলে যখন ছিলাম, একাধিক দায়িত্ব পালন করেছি। কেন পঞ্চায়েত ভোটে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল ও বিরোধীদের প্রার্থী হতে দেওয়া হয়নি, দলে সেই প্রশ্ন তুলেছিলাম। কোনও সুরাহা হয়নি।

No comments