শুভম সিং, এগরা : বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ এর দক্ষিণ মন্ডলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সম্প্রীতির রাখি বন্ধনের সূচনা করলেন বিজেপির নেত্রী ভারতী ঘোষ। উপস্থিত ছিলেন , কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী , জেলা…
ভারতী ঘোষ বলেন , যারা রাজ্য চালাচ্ছে তারা এই দেশকে ঠেলতে ঠেলতে এমন একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আর এখন বলতে পারি না । আমরা এখন বলবো আমার সারদা বাংলা , আমার নারদা বাংলা আমি কি তোমায় ভবিষ্যতে ভালোবাসাতে পারবো ? এখন রাজ্যে আলোচনা হচ্ছে ঘুষ কে কাকে দিচ্ছে । কাটমানি নিয়ে দিনের পর দিন এই রাজ্যে মারপিট দাঙ্গাহাঙ্গা চলতেই আছে। যেখানে সাধারণ মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারছে না । পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট , তামিলনাড়ু, কেরালা ও আমেরিকা, রাশিয়াতে জানতে চেয়েছেএই " কাটিমানি " মানে কি ? মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত যে কাটমানির সংসার তৈরি করে দিয়েছেন । সেই কাটমানির সংসার নিয়ে বোঝাতে বোঝাতে দিন শেষ হয়ে যাচ্ছে।
কয়েক বছর ধরে আপনারা দেখুন এই পশ্চিমবঙ্গের সভায় এখন হাহাকারের জায়গা হয়ে দাঁড়িয়েছে । যেখানে নারদা সারদা , প্রাথমিক শিক্ষকের অনশন , মুড়ি শিল্প , চপ শিল্পের জন্য বিক্ষ্যাত হয়ে গিয়েছে। যার জন্য পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনা ।


No comments