Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

পৃথিবীর ফুসফুস আমাজনে ভয়াবহ আগুনে জ্বলছে তখন কয়েক হাজার বৃক্ষ রোপন এর অঙ্গীকার করলো পূর্ব মেদিনীপুরে পরিবেশ প্রেমী সংস্থা।

বংটাইমস নিউজ;- পৃথিবীর ফুসফুস  আমাজনে ভয়াবহ আগুনে জ্বলছে তখন  কয়েক হাজার বৃক্ষ রোপন এর অঙ্গীকার করলো পূর্ব মেদিনীপুরে পরিবেশ প্রেমী সংস্থা । যে মুহুর্তে পৃথিবীর ফুসফুস আমাজনে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে হয়ে গেলো কয়েক লক্ষ গাছ…



বংটাইমস নিউজ;- পৃথিবীর ফুসফুস  আমাজনে ভয়াবহ আগুনে জ্বলছে তখন  কয়েক হাজার বৃক্ষ রোপন এর অঙ্গীকার করলো পূর্ব মেদিনীপুরে পরিবেশ প্রেমী সংস্থা । যে মুহুর্তে পৃথিবীর ফুসফুস আমাজনে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে হয়ে গেলো কয়েক লক্ষ গাছ সহ অসংখ্য প্রাণী।  সেই মুহুর্তে পূর্ব মেদিনীপুরের পরিবেশ প্রেমী সংস্থা চলো পাল্টাই ১৫ ই আগস্ট থেকে ৩১ সে আগস্ট পর্যন্ত কয়েক হাজার বৃক্ষ রোপন এর অঙ্গীকার করলো। স্বাধীন দেশে গাছের কি স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার নেই! এই প্রশ্ন আজ সারা বিশ্বে। মানবিকতা আজ তলানিতে ঠেকেছে।

নন্দীগ্রামে বাইপাসের ধারে এক হাজার গাছ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় শুভ সূচনা করেন নন্দীগ্রাম বিডিও সুব্রত মল্লিক ও নন্দীগ্রাম থানার ওসি একে ঝা। এছাড়াও এখানকার বি. এম. টি. স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন। সুতাহাটা থানার অন্তর্গত গুয়াবেড়িয়া, মোহনপুর, হাওড়ার বাগনান সহ নন্দীগ্রামের বাইপাসের ধারে রোপন করা হচ্ছে বট, অশ্বথ, কৃষ্ণচূড়া, অমলতাস, বকুল, নিম, শোঁদাল, ছাতিম, বট, কালো জাম, পেয়ারা, আম, টগর সহ প্রায় চব্বিশ প্রজাতির চারাগাছ। পনের দিন ধরে এই সবুজায়ন পক্ষ পালন কর্মসূচী এলাকার মানুষকে অনুপ্রাণিত

 করছে বলে জানিয়েছেন এলাকার মানুষজন। সংগঠনের সভাপতি পলাশ বাড়ি বলেন, আমরা যখন কোনো এলাকাতে গাছ লাগানোর জন্যে পৌঁছাই আর যখন সেই এলাকার মানুষ নিজেরাই বেরিয়ে এসে আমাদের সাথে কাজে হাত লাগায় তখন আমাদের এই অঙ্গীকার পূরণ সার্থকতা পায়। স্থানীয় মানুষ যদি এভাবে সচেতন হয় তাহলেই আমরা আমাদের ভবিষ্যত প্রজন্ম কে একটা সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারবো। নন্দীগ্রামের দায়িত্ব প্রাপ্ত সৈকত শাসমল বলেন

সবুজ পৃথিবী গড়ার লক্ষে আমরা এই কর্মসূচী গ্রহণ করেছি। সংস্থার সম্পাদক মধুসূদন পড়ুয়া বলেন এবছর এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার গাছ লাগিয়েছি বিভিন্ন জায়গাতে। নন্দীগ্রাম এলাকাতে এক হাজার গাছ লাগানো হয়েছে।

No comments