বংটাইমস নিউজ;- বিজ্ঞানী ও গবেষকরা ক্ষোভ প্রকাশ করলেন বিজ্ঞান গবেষণা খাতে সরকারী বরাদ্দ দিনে দিনে কমতে থাকায়।শুক্রবার হলদিয়া জাতীয় পর্যায়ে এক বিজ্ঞান কর্মশালায় বলেন,বিজ্ঞান গবেষণা ভারতের মাথাপিছু বরাদ্দ উন্নত দেশগুরির থেকে খুবই সা…
বংটাইমস নিউজ;- বিজ্ঞানী ও গবেষকরা ক্ষোভ প্রকাশ করলেন বিজ্ঞান গবেষণা খাতে সরকারী বরাদ্দ দিনে দিনে কমতে থাকায়।শুক্রবার হলদিয়া জাতীয় পর্যায়ে এক বিজ্ঞান কর্মশালায় বলেন,বিজ্ঞান গবেষণা ভারতের মাথাপিছু বরাদ্দ উন্নত দেশগুরির থেকে খুবই সামান্য।আমেরিকা ও জাপান দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাকশানে (জিডিপি)২.৫-৩ শতাংশ যেখানে গবেষণা খাতে বরাদ্দ করে সরকার,সেখানে ভারতের বরাদ্দের পরিমান এক শতাংশের কম।বিশাল
জনসংখ্যা দেশেএই বরাদ্দ নগন্যই বলা চলে।তাঁদের দাবি, সরকার গবেষণা জন্য যে অর্থ বরাদ্দ করে, তা অনেক সমন দক্ষাতার সঙ্গে কাজে লাগানো হয় না।হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজে 'কৃষিক্ষেত্রে উৎপাদনশিলতা এবং খাদ্য নিরাপত্তা পারমানবিক বিজ্ঞানের প্রয়োগ'শীর্ষক দু,দিনের জাতীয় পর্যায়ে এক আলোচনার সভার আয়োজন করা হয়।ভাবা
আ্যাটমিক রিসার্ সেন্টারের (বার্ক)একটি ইন্সটিটিউট অব টেকনোলোজি কেমিকেল ও ফুড টেকনোলজি বিভাগে যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করাহয়।এদিন কর্মশালার উদ্ভোদন করে খড়গপুর আইআইটি পরিবেশ ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তথা রাজ্যর দূষন নিয়ন্ত্রণ পর্ষদে চেয়ারম্যান বিনয় কৃষ্ণ দত্ত।বার্কের কেমিকেল ইঞ্জিনিয়ারিং ডিভিশানের অধ্যাপক দেবপ্রিয় মন্ডল,বিজ্ঞান দেবদুলাল সাহা,বিজ্ঞান জয়ন্ত মুখপাধ্যয়,ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ,ডিরেক্টর মানবেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
No comments