Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

শিক্ষকদের টিউশনের বিরুদ্ধে সরব নন্দীগ্রামের গৃহ শিক্ষকরা

বংটাইমস নিউজ;- সরকারি আইনে বিদ্যালয়ের কোনো স্থায়ী শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। আইন থাকা সত্ত্বেও সারা রাজ্য জুড়ে বহু শিক্ষক চুটিয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। প্রোজেক্ট পেপারে ভালো নম্বর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে শিক্ষকরা …


বংটাইমস নিউজ;- সরকারি আইনে বিদ্যালয়ের কোনো স্থায়ী শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। আইন থাকা সত্ত্বেও সারা রাজ্য জুড়ে বহু শিক্ষক চুটিয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। প্রোজেক্ট পেপারে ভালো নম্বর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে শিক্ষকরা রীতিমতো ব্যবসায়িক ভিত্তি টিউশন পড়াচ্ছেন বলে অভিযোগ।  ফলে বেকার যুবকদের টিউশনে ভাটা পড়ছে। এই নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে নানারকম কর্মসূচি গ্রহণ করছেন গৃহ শিক্ষকরা। শুক্রবার এই নিয়ে সরব হলেন নন্দীগ্রামের প্রাইভেট টিউটররা।ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস অ্যাসোসিয়েশনের নন্দীগ্রাম ইউনিটের সদস্যরা শুক্রবার নন্দীগ্রামের টেঙ্গুয়ার সন্তোষ ভিলায় এক সভা করেন। নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তের   শতাধিক গৃহ শিক্ষক উপস্থিত হন। শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন বলে ইউনিটের সভাপতি ত্রিলোচন পণ্ডা জানিয়েছেন। তিনি বলেন, রাস্তায় পদযাত্রা করে তাঁরা  এই বিষয়ে অভিভাবকদের সচেতন করবেন। তাছাড়া বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের প্রাইভেট টিউশন থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হবে। এতেও সমাধান নাহলে গৃহ শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন।আজকের সভায় উপস্থিত ছিলেন  নন্দীগ্রাম ইউনিটের সম্পাদক গৌতম বাঙাল, সহ সম্পাদক সুব্রত ভূইয়া, ছাড়াও সুদেষ্ণা পাত্র, গৌতম মাইতি, সুবল জানা দেবব্রত পাত্র সহ নন্দীগ্রামের শতাধিক গৃহ শিক্ষক।

No comments