নিজস্ব প্রতিবেদন:- পিএফের আওতায় আনার প্রস্তাব করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ,এর জন্য বাড়ির পরিচারিকা ও গাড়ি চালকদের পিএফ আওতায় আসছেন।দেশের অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন পেনশ…
নিজস্ব প্রতিবেদন:- পিএফের আওতায় আনার প্রস্তাব করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক ,এর জন্য বাড়ির পরিচারিকা ও গাড়ি চালকদের পিএফ আওতায় আসছেন।দেশের অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন পেনশন যোজনা। তার পর এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। বর্তমানে মূল বেতনের ১২ শতাংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ড হিসেবে। আরও ১২ শতংশ দেন মালিক। নতুন নিয়মে বিশেষ শ্রেণির শ্রমিকদের জন্য পিএফের অঙ্ক কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর।উল্লেখ্য, বিড়ি, পাট, ইটভাটা শ্রমিকদের ক্ষেত্রে পিএফের হার ১০ শতাংশ। পাশাপাশি কোনও রুগ্ন শিল্পের ক্ষেত্রের ১০ শতাংশ পিএফ জমা দেওয়ার নিয়ম রয়েছে। ২০ জনের বেশি কর্মী থাকলে ওই নিয়ম লাগু হয়। এখন বাড়ির পরিচারিকা বা গাড়ির চালকদের জন্য পিএফ চালু করা হলে তার আওতায় চলে আসবেন বহু মানুষ।
No comments