Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন :- বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের BA/ B. sc/ Hons/pass কোর্সে 2000 টাকা থেকে 4000 টাকা ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা 3-4 দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো পর সুরাহা …


নিজস্ব প্রতিবেদন :- বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের BA/ B. sc/ Hons/pass কোর্সে 2000 টাকা থেকে 4000 টাকা ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা 3-4 দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো পর সুরাহা না পেয়ে আজ কলেজ গেটে অবরোধ ও বিক্ষোভ দেখায়। এমনকি তারা কলেজ এর কাছে বাজকুল ভগবানপুর রাস্তা অবরোধ করে। অবরোধ চলাকালীন TMCP'র বহিরাগত দুস্কৃতিরা সাধারণ ছাত্র-ছাত্রীদের  উপর আক্রমন

নামিয়ে আনে। বহু ছাত্র-ছাত্রীরা আহত হয়। গুরুতর জখম হয় কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র সুকান্ত বর্মন ও গৌতম মাইতি ও বরুণ দাস সহ আরও 5 জন। এদেরকে ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্র সংগঠন AIDSO'র পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক বিশ্বজিৎ রায় আজ এক বিবৃতিতে জানায়― সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায়সংগত ও গণতান্ত্রিক আন্দোলনে TMCP'র ঘৃণ্য আক্রমণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামীকাল সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনের জন্য ছাত্র–ছাত্রী সহ সমস্ত জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি

No comments