নিজস্ব সংবাদদাতা:- বাজকুল কলেজের ছাত্র আন্দোলনে TMCP আক্রমনের প্রতিবাদে আজ ছাত্র সংগঠন ডিএসও র পক্ষ থেকে জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় ৷এই কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ বাজকুল কলেজ রোডে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷বাজকুল ব…
নিজস্ব সংবাদদাতা:- বাজকুল কলেজের ছাত্র আন্দোলনে TMCP আক্রমনের প্রতিবাদে আজ ছাত্র সংগঠন ডিএসও র পক্ষ থেকে জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় ৷এই কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ বাজকুল কলেজ রোডে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ৷বাজকুল বাস স্ট্যান্ড ও কলেজ গেটে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমন্ডলীর অশোক মাইতি, জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জলী জানা,ইন্দ্রজিৎ পড়্যা প্রমুখরা ৷ ডিএসও র জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন " গতকালের সাধারন ছাত্রদের আন্দোলনের উপর ঘৃন্য আক্রমনের প্রতিবাদে আজ বাজকুল সহ তমলুক কাঁথি এগরা পাঁশকুড়াতে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে ৷এই আন্দোলনে TMCP র আক্রমনে সাধারন ছাত্র ছাত্রীদের সঙ্গে বাজকুল ডিএসও কলেজ ইউনিটের সম্পাদক দ্বিতীয় বর্ষের ছাত্র সুকান্ত বর্মন ও সভাপতি তৃতীয় বর্ষের ছাত্র গৌতম মাইতি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ আমরা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি হোক ৷কলেজ কর্তৃপক্ষের উচিৎ আন্দোলন রত ছাত্রদের দাবি মেনে বর্ধিত ফি প্রত্যাহার করা ৷আমরা এই আন্দোলনের যুক্ত সমস্ত ছাত্র ছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি৷
No comments