Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার

নিজস্ব সংবাদদাতা:-   বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানা এলাকায় ঘটনা । ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।  বুধবার বিকেল চারটে  হীরাপাড়ি গ্রামে লাগোয়া রাস্তায় চাষের কাজ করছিল।
নিহত ও আহত নারী পুরুষ ক্ষেতমজুরির…


নিজস্ব সংবাদদাতা:-   বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানা এলাকায় ঘটনা । ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।  বুধবার বিকেল চারটে  হীরাপাড়ি গ্রামে লাগোয়া রাস্তায় চাষের কাজ করছিল।
নিহত ও আহত নারী পুরুষ ক্ষেতমজুরির কাজের জন্যই একই থানার ডহরপুর থেকে হীরাপাড়ি গেছিল। মাঠে ধান রোয়ার কাজ করছিল এঁরা । কাজ সেরে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামে সঙ্গে বজ্রপাতও শুরু হয়। এরকমই একটি বাজ পড়ে বাড়ি ফেরা ক্ষেতমজুরদের ওপর।ঘটনাস্থলেই  মৃত্যু হয় ঝুমা সিং (২৪) এবং কনিকা সিং (৩৫)। আহত  তিনজনকে  তাদের মকরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

No comments