নিজস্ব প্রতিবেদন :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেক খাইয়ে দিচ্ছেন রাজ্যের এক শীর্ষ পুলিশ কর্তাকে । মুখে কেক নিয়ে উর্দি পরে থাকা সেই পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ রাজনৈত…
নিজস্ব প্রতিবেদন :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেক খাইয়ে দিচ্ছেন রাজ্যের এক শীর্ষ পুলিশ কর্তাকে । মুখে কেক নিয়ে উর্দি পরে থাকা সেই পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, কীভাবে একজন শীর্ষ পুলিশ কর্তা কর্তব্যরত অবস্থায় এক রাজনৈতিক ব্যক্তিত্বের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন?8 সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, সৈকতের দিকের সিটে বসে আছেন
ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Bongtimes News)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে ঘিরে রয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ ডান দিকে রয়েছেন শিশির অধিকারী । তিনি হাততালি দিচ্ছেন ৷ বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী । পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল । তাঁর পাশেই পুলিশের উর্দিতে রাজ্যের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ দিকে একটি কেকের বাক্স খোলা রয়েছে ৷ সেখান থেকে এক টুকরো নিয়ে প্রথমে ডিরেক্টর সিকিউরিটিজ় বিনীত গোয়লকে খাওয়ান ৷ পরে রাজীব মিশ্রকে খাইযে দেন ৷ কেক মুখে নিয়েই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন রাজীব ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Bongtimes News) ৷21 অগাস্ট মুখ্যমন্ত্রীর দিঘা সফরের সময় ভিডিয়োটি তোলা হয়েছে ,রাজনৈতিকমহলের একাংশের দাবি, ৷ সেখানে প্রশাসনিক বৈঠকে গেছিলেন তিনি ৷ ওই দিনই বিনীত গোয়েলের জন্মদিন ছিল ৷ সেই উপলক্ষ্যেই কেক কাটা হয়েছিল ৷ বিনীত সাদা পোশাকে ছিলেন ৷ কিন্তু পাশেই উর্দি পরে দাঁড়িয়েছিলেন রাজীব মিশ্র ৷
No comments