নিজস্ব সংবাদ,মহিষাদল:- সোমবার সকালে মহিষাদল সিনেমামোড়, মহিষাদল রাজ কলেজ, মহিষাদল গার্লস কলেজ, মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকা সহ বিভিন্ন জায়গায় মহিষদল ব্লক তৃণমূলের সভাপতি ও মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্ত্তীর ন…
নিজস্ব সংবাদ,মহিষাদল:- সোমবার সকালে মহিষাদল সিনেমামোড়, মহিষাদল রাজ কলেজ, মহিষাদল গার্লস কলেজ, মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকা সহ বিভিন্ন জায়গায় মহিষদল ব্লক তৃণমূলের সভাপতি ও মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্ত্তীর নামে কাটমানির পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে মহিষাদল রাজ কলেজে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য ১ কোটি টাকা কাটমানি নিয়েছেন তিলকবাবু।
সকালে এলাকায় এই ধরনের পোস্টার দেখে রাজ্য রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে পড়েছে। যদিও অভিযুক্ত তিলক চক্রবর্ত্তী জানান এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য কোন একটি রাজনৈতিক দল এই ধরনের কালিমা লিপ্ত করতে চাইছেন। সেই সাথে তিনি আরো বলেন কিছুদিন আগে কয়েকজন বিজেপি সমর্থক রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিসে ঢুকে দখল নেওয়ার চেস্টা করে। পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়।
পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। লোকসভা ভোটের পর থেকে বিজেপি রাজ্যের পাশাপাশি আমাদের জেলায় নানা অপ্রীতিকর কাজ করে চলেছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে এই ধরনের অভিযোগের পোস্টার তাদের দলের কেউ করেনি। নিজেদের দলের লোকজন ক্ষিপ্ত হয়ে তারাই এই ধরনের পোস্টার দিয়েছে। তবে তিনিজে কলেজে নিয়োগের জন্য টাকা নিয়েছে তার খবর রয়েছে আমাদের কাছে। আমরা চাই এর তদন্ত হোক।।



No comments