মখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের অভাব- অভিযোগের কথা শুনতে " দিদিকে বলো" কর্মসূচী গ্রহন করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় তা ভালই সাড়া মিলেছে। এবার দিদিকে বলো কর্মসূচীর প্রচারে পথে নামলেন হলদিয়া পুরসভার কাউ…
মখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষের অভাব- অভিযোগের কথা শুনতে " দিদিকে বলো" কর্মসূচী গ্রহন করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় তা ভালই সাড়া মিলেছে। এবার দিদিকে বলো কর্মসূচীর প্রচারে পথে নামলেন হলদিয়া পুরসভার কাউন্সিলররা। সোমবার হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশুসেখর মন্ডলের নেতৃত্বে হলদিয়া
পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সাথে জনসংযোগ ঘটে। এদিন এলাকার দোকান, বাজার, এবং পথচলতি মানুষের কাছে যেমন দিদির সাথে কথা বলা প্রয়োজনীয় সহযোগীতা করেন। তেমনি এলাকার মানুষের সমস্যার কথা শোনেন।
শ্রমিক থেকে সাধারন মানুষের সমস্যার কথা শুনতেই মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কর্মসূচীকে এগিয়ে নিয়ে চলেছে পৌর প্রতিনিধিরা।।



No comments