নিজস্ব সংবাদঃ- অন্ধতা ,কুসংস্কার ,গোঁড়ামির বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ কাঁথি প্রভাত কুমার কলেজে এক মহকুমা বিজ্ঞান শিবির অনুষ্ঠিত ৷বিজ্ঞান শিবিরে সভাপতিত্ব করেন পিছাবনী হাইস্কুলে…
নিজস্ব সংবাদঃ- অন্ধতা ,কুসংস্কার ,গোঁড়ামির বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা প্রসারের লক্ষ্যে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে আজ কাঁথি প্রভাত কুমার কলেজে এক মহকুমা বিজ্ঞান শিবির অনুষ্ঠিত ৷বিজ্ঞান শিবিরে সভাপতিত্ব করেন পিছাবনী হাইস্কুলের শিক্ষক ত্রিদিব কর ৷ভূ গর্ভস্থ পানীয় জলের সংকট ও জল সংরক্ষন নিয়ে স্লাইড সহযোগে আলোচনা করেন দীঘা ডি জে বিদ্যাভবনের শিক্ষক নন্দগোপাল পাত্র ৷প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চ্চা ও বিজ্ঞান মনস্কতা বিষয়ের উপর আলোচনা করেন কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী ৷শিবিরটি পরিচালনা করেন ব্রেকথ্রু র জেলা কমিটির অফিস সম্পাদিকা জলী জানা ৷বিজ্ঞান শিবিরে দুই শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিল ৷


No comments