নিজস্ব প্রতিবেদন :- সোমবার পূর্ব মেদিনীপুর জেলাতে পরপর তিনটি দলীয় সভা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।এ দিন সকালে প্রথমে রামনগর বিধানসভার মীরগোদা গঞ্জ দুপুরে খেজুরি বিধানসভার নাজির বাজার ও…
নিজস্ব প্রতিবেদন :- সোমবার পূর্ব মেদিনীপুর জেলাতে পরপর তিনটি দলীয় সভা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ।এ দিন সকালে প্রথমে রামনগর বিধানসভার মীরগোদা গঞ্জ দুপুরে খেজুরি বিধানসভার নাজির বাজার ও সন্ধ্যায় তমলুকের মেছেদাতে সভা করেন। সন্ধ্যায় মেছেদার সভাতে উস্কানিমূল, হিংসাত্মক ও কুরুচির বক্তব্য রাখার জন্যে পুলিশ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩, ১৮৯, ৫০৪, ৫০৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে কোলাঘাট থানার ওসি জানিয়েছেন।তবে পুলিশ সূত্রের দাবি, সোমবার মেছেদার সভায় দিলীপ ঘোষের ভাষণ ছিল উস্কানিমূলক, হিংসাত্মক ও প্ররোচনামূলক।এ দিন সভাতে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু পুলিশকে ও তৃণমূলের লোকদের বেধড়ক মারার নির্দেশ দিয়েছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেছিলেন, আমি জঙ্গল মহলের ছেলে।আমি কোন আইপিএস, আইএস ও ডব্লুবিসিএস'কে ভয় পাইনা।আমি অনেক সহ্য করেছি।এ বার থেকে আমি কাউকে ছেড়ে কথা বলবো না।আপনারা ভয় পাবেন না। কাউকে ক্ষমা করবেন না । পুলিশ হোক বা টিএমসি মারবেন কিন্তু ছেড়ে কথা বলবেন না। আর তা না করলে আপনারা বিজেপির লোক নন।আমি স্পষ্ট কথা বলতে ভয় পাইনা।
জেলা পুলিশ সুপার ভি সলমন নেশাকুমার বলেন, "উস্কানিমূলক বক্তব্যের জন্যে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
তবে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক বলেন, "বিষয়টি আমার ঠিক জানা নেই।" জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, "এটাই বিজেপির সংস্কৃতি।পুলিশ পুলিশের কাজ করেছে।"
No comments