নিজস্ব প্রতিবেদন :- প্রয়াত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা নিমু ভৌমিক। মৃত্যু কালে তাঁর বয়স ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নিমু ভৌমিক। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে…
নিজস্ব প্রতিবেদন :- প্রয়াত হলেন বাংলা সিনেমার জনপ্রিয় কৌতুক অভিনেতা নিমু ভৌমিক। মৃত্যু কালে তাঁর বয়স ৮৪ বছর। মঙ্গলবার বিকেলে গড়িয়ার বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নিমু ভৌমিক। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, কয়েকদিন আগেই এই অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত দিনাজপুরে হন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। কলেজে পড়ার সময়েই চলে আসেন কলকাতায়। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। অল্প বয়সেই সেলুলয়েডে সুযোগ পান নিমু ভৌমিক। একাধিক জনপ্রিয় বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। স্ত্রীর পত্র, দাদার কীর্তি, নদীর পাশে-সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।
No comments