নিজস্ব সংবাদঃ;-দিঘায় গ্রামে গিয়ে মৎসজীবি ও তাদের পরিবারের সাথে কথা বলছেন দিদি মৎস্যজিবি দের গ্রামে মুখ্যমন্ত্রী বাচ্চা দের চকলেট দিলেন গ্রামবাসী দের সঙ্গে খোশ মেজাজে গল্প করলেন। শুনলেন সুখদুঃখের কথাতিন দিনের জেলা সফরে সোমবার বিকে…
নিজস্ব সংবাদঃ;-দিঘায় গ্রামে গিয়ে মৎসজীবি ও তাদের পরিবারের সাথে কথা বলছেন দিদি মৎস্যজিবি দের গ্রামে মুখ্যমন্ত্রী বাচ্চা দের চকলেট দিলেন গ্রামবাসী দের সঙ্গে খোশ মেজাজে গল্প করলেন। শুনলেন সুখদুঃখের কথাতিন দিনের জেলা সফরে সোমবার বিকেলে দিঘা পৌঁচালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । এদিন বিকেল চারটে নাগাদ তিনি দিঘা এসে পৌঁচান । মঙ্গলবার বিকেলে দিঘাতে আন্তর্জাতিক মানের নতুন কনভেনশান সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন । পরদিন বুধবার দিঘাতে প্রশাসনিক রিভিউ মিটিংএ জেলার উন্নয়নের হালহকিকতের খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দেবেন । মুখ্যমন্ত্রীর জেলা সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সারা দিঘাকে নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে ।
এদিন হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদ শিশির অধিকারি , দিব্যেন্দু অধিকারি সহ বিধায়ক অখিল গিরিসহ দলীয় নেতৃত্বগন । দীঘা তে পৌঁছে নবনির্মিত সার্কিট হাউস এ ঢোকেন। কয়েকমিনিট রেস্ট নিয়ে সোজা চলেজান দীঘার মৈত্রাপুর এদীঘা কোষ্টাল থানার মৈত্রা পুরে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মুখ্যমন্ত্রী


No comments