নিজস্ব সংবাদঃ- জনগণের সাথে নিবিড় জনসংযোগ বাড়াতে মহিলা ফুটবল প্রিতি প্রদশনি ম্যাচের আয়োজন। আয়োজনে হলদিয়া পোর্ট ট্রাস্ট! পরিচালনায় ভারতীয় মজদুর সংঘ। হলদিয়া পোর্ট ট্রাস্টের মাঠে ফুটবল প্রদশনি ম্যাচ অনুষ্ঠিত হল বিকাল ৪টায়। ২টি দল…
নিজস্ব সংবাদঃ- জনগণের সাথে নিবিড় জনসংযোগ বাড়াতে মহিলা ফুটবল প্রিতি প্রদশনি ম্যাচের আয়োজন। আয়োজনে হলদিয়া পোর্ট ট্রাস্ট! পরিচালনায় ভারতীয় মজদুর সংঘ। হলদিয়া পোর্ট ট্রাস্টের মাঠে ফুটবল প্রদশনি ম্যাচ অনুষ্ঠিত হল বিকাল ৪টায়। ২টি দল অংশগ্রহন করে। জঙ্গলমহল একাদশ বনাম কলকাতা একাদশ।
ফলাফল কলকাতা একাদশ ২-০ গোলে জঙ্গলমহল একাদশকে হারিয়ে দেয়। উভয়দলের হাতে পুরস্কার তুলে দেন হলদিয়া পোর্ট ট্রাস্টের ডেপুর্টি জি সিন্থলভেল।ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে এলাকার ক্লাবগুলিকে ফুটবল ও চারাগাছ তুলে দেয়।
ভারতীয় মজদুর সংঘের কার্যকারী সভাপতি প্রদীপ বিজলী বলেন, খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে ভাল করে তুলে। মহিলাদের এগিয়ে আসার জন্য আয়োজন।



No comments