পটাশপুরে ইলেকট্রনিক তারে ঝুলন্ত শ্রমিক
নিজস্ব সংবাদদাতাঃ পটাশপুর -১ এ পশ্চিম মেদিনীপুর থেকে ধান গাড়ি লোড করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। ইলেকট্রিক তারে ঝুলে যায় ট্রাকের খালাসি। ঘটনাটি ঘটেএগরা বাজকুল রাজ্য সড়কের পটাশপুর এর পাঁ…
পটাশপুরে ইলেকট্রনিক তারে ঝুলন্ত শ্রমিক
নিজস্ব সংবাদদাতাঃ পটাশপুর -১ এ পশ্চিম মেদিনীপুর থেকে ধান গাড়ি লোড করতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। ইলেকট্রিক তারে ঝুলে যায় ট্রাকের খালাসি। ঘটনাটি ঘটেএগরা বাজকুল রাজ্য সড়কের পটাশপুর এর পাঁচুরিয়া বাসস্ট্যান্ডে কাছে । স্থানীয় এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গোনাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ব্লক স্বাস্থ্য কেন্দ্র থ তাকে কলকাতার পি.জি হাসপাতালে পাঠায়। অবস্থা খুবই আশঙ্কাজনক, স্থানীয় বাসিন্দারা বলেন -গাড়িতে ধান লোড করে ট্রাকের উপর দড়ি বাধার সময় কোনরকম অসতর্কতায় ইলেকট্রিক তারে তার হাত লেগে যায়। ইলেকট্রিক তারে হাত লাগার ফলে তাকে ছিটকে দেয় নিচে ইলেকট্রিক তারের গাড় তারের উপর। সেখানে আহত অবস্থায় ছেলেটি ঝুলতে থাকে।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।এখনো পর্যন্ত ওই খালাসির নাম জানা যায়নি । তবে জানা যায় পশ্চিম মেদিনীপুর ঐ ব্যাক্তি লরী মালিকের ছেলে। এখানে বরেন দাসের ধান গোলায় ধান লোড করছিল। গাড়ির ড্রাইভার পলাতক


No comments