নিজস্ব সংবাদদাতা ঃ চলতি মাসে ১৯_২১,এই দিনেৱ জন্য দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘা জুড়ে বিদ্যুতের নানান সুবিধা অসুবিধা নিয়ে খতিয়ে দেখতে আজ দীঘা বিদ্যুৎ সংক্রান্ত বিষয় পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্…
নিজস্ব সংবাদদাতা ঃ চলতি মাসে ১৯_২১,এই দিনেৱ জন্য দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘা জুড়ে বিদ্যুতের নানান সুবিধা অসুবিধা নিয়ে খতিয়ে দেখতে আজ দীঘা বিদ্যুৎ সংক্রান্ত বিষয় পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।মন্ত্রী বলেন দীঘা সহ রাজ্যের ৭৪ টি শহরে আন্ডারগ্রাউন্ডের বিদ্যুতায়নের লাইন পাতার কাজ চলছে।আগামী ২০২৫ সালের মধ্যে এই আন্ডারগ্রাউন্ডের কাজ সম্পন্ন করতে হবে। দিঘাতে তৎপরতার সঙ্গে কাজ চলছে সেই সব খতিয়ে দেখলেন আজ পাশাপাশি হোটেল মালিক ও বাসিন্দাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই নিয়েও কথা বলেন।দিঘা শহর জুড়ে ও খুব শীঘ্রই আন্ডারগ্রাউন্ড বিদ্যুতায়নের লাইন পাতার কাজ সম্পন্ন হবে।তার সাথে সাথে দীঘা জুড়ে অনেক বিদ্যুতেৱ সমস্যা রয়েছে সেইসব খতিয়ে দেখলেন। আজ সী বীচ বরাবর তিনি ঘুরে দেখেন যে সমস্ত লাইট গুলো লাগানো রয়েছে সে সমস্ত লাইট সঠিক ভাবে লাগানো হয়েছে কিনা মুখ্যমন্ত্রী দীঘায় আসছেন সিএম কনভেনশন সেন্টার এর উদ্বোধন করবেন, সেই বিল্ডিং এর যাবতীয় বিদ্যুতের এবং লাইটের কাজ সুসম্পন্ন হয়েছে কিনা খতিয়ে দেখেন এদিন সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বৃন্দ


No comments