হলদিয়ার কদম তলায়! মানবিক মুখ তৃণমূল কংগ্রেস নেতা। গাড়ির ধাক্কায় গুরুতর জখম আহত ১
নিজস্ব সংবাদ হলদিয়া ঃহ হলদিয়াপৌরসভার সম্ভবত ২৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী। নাম জানা যায়নি । কদমতলার কাছেই সাইকেল নিয়ে যাচ্ছিল। সম্ভবত গাড়ির র…
হলদিয়ার কদম তলায়! মানবিক মুখ তৃণমূল কংগ্রেস নেতা। গাড়ির ধাক্কায় গুরুতর জখম আহত ১
নিজস্ব সংবাদ হলদিয়া ঃহ হলদিয়াপৌরসভার সম্ভবত ২৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী। নাম জানা যায়নি । কদমতলার কাছেই সাইকেল নিয়ে যাচ্ছিল। সম্ভবত গাড়ির রেষারেষি ধাক্কা মেরে গাড়ি পালিয়ে যায়। রাস্তার ধারে পড়ে ছটকাতে থাকে। গুরুতরভাবে জখম হয়। প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস নেতা শেখ মোজাফফর ও ছেলে শেখ সাদ্দাম দেখতে পায় রাস্তায় একজন ছট কাছে। রাস্তায় ছটকাতে দেখে নিজেদের গাড়িতে তুলে দুর্গাচক হাসপাতালে নিয়ে যায়।খবর দেয় বর্তমান কাউন্সিলর ও চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলি (পল্টু) ভাইকে। সেখানে গুরুতর বলে তাহাকে তমলুকে হাসপাতালে ট্রান্সফার করে। তমলুকে ডাঃ রতন বাবু প্রাথমিক চিকিৎসার পর তাকে কলিকাতা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর নেতৃত্বে। খবর যায় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারি ও রাজ্যের পরিবহন পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তারা পরিবারটির সম্পূর্ণ দায়ভার নিলেন বলে জানালেন প্রাক্তন কাউন্সিলর শেখ মোজাফফর।
নিজস্ব সংবাদ হলদিয়া ঃহ হলদিয়াপৌরসভার সম্ভবত ২৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী। নাম জানা যায়নি । কদমতলার কাছেই সাইকেল নিয়ে যাচ্ছিল। সম্ভবত গাড়ির রেষারেষি ধাক্কা মেরে গাড়ি পালিয়ে যায়। রাস্তার ধারে পড়ে ছটকাতে থাকে। গুরুতরভাবে জখম হয়। প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস নেতা শেখ মোজাফফর ও ছেলে শেখ সাদ্দাম দেখতে পায় রাস্তায় একজন ছট কাছে। রাস্তায় ছটকাতে দেখে নিজেদের গাড়িতে তুলে দুর্গাচক হাসপাতালে নিয়ে যায়।খবর দেয় বর্তমান কাউন্সিলর ও চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলি (পল্টু) ভাইকে। সেখানে গুরুতর বলে তাহাকে তমলুকে হাসপাতালে ট্রান্সফার করে। তমলুকে ডাঃ রতন বাবু প্রাথমিক চিকিৎসার পর তাকে কলিকাতা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক এর নেতৃত্বে। খবর যায় তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারি ও রাজ্যের পরিবহন পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। তারা পরিবারটির সম্পূর্ণ দায়ভার নিলেন বলে জানালেন প্রাক্তন কাউন্সিলর শেখ মোজাফফর।


No comments