ছেলের মৃত্যু শোকে মায়ের মরণ ঝাঁপ!!ছেলের মৃত্যুর শোকে নিজের বাড়ির তিনতলা থেকে ঝাপ মায়ের,হাসপাতালে নিয়ে গেলে মায়ের মৃত্যু
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তরগত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র বয়স ২১ নাম শুভাদ্রি বৈদ্…
ছেলের মৃত্যু শোকে মায়ের মরণ ঝাঁপ!!ছেলের মৃত্যুর শোকে নিজের বাড়ির তিনতলা থেকে ঝাপ মায়ের,হাসপাতালে নিয়ে গেলে মায়ের মৃত্যু
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তরগত রাইন গ্রামে কলেজ পড়ুয়া ছাত্র বয়স ২১ নাম শুভাদ্রি বৈদ্য ৮ নভেম্বর দুপুরে নিজের বাড়িতে পড়ে গিয়ে সেরিব্রাল হার্ট এটাকে আক্রান্ত হয়। তৎক্ষণাৎ বাড়ির লোকজন শুভাদ্রিকে কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুভাদ্রি বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলার DEB (ডিস্ট্রিক ইনফর্সমেন্ট ব্রাঞ্চ) এ কর্মরত।কোলাঘাট থানার পুলিশ শুভাদ্রির মৃতদেহকে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়না তদন্ত করা হয়। রাত্রি ৮/৩০ টা নাগাদ শুভাদ্রির মৃতদেহ বাড়িতে পৌছায়।। শুভাদ্রির মৃতদেহ দেখার কিছুক্ষন পরে মা মানসী বৈদ্য সবার চোখের আড়ালে নিজের বাড়ির তিন তলা থেকে ঝাঁপ দেয়।। গুরুতর আহত অবস্থায় মানসী বৈদ্য কে পরিবারের লোকজন মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। নার্সিংহোমের চিকিৎসকরা মানসী বৈদ্যকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া।আজ মৃত মানসী বৈদ্যর ময়না তদন্ত করা হবে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে।


No comments