Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়া খামারবাড়ির সূচনা

হলদিয়া খামারবাড়ির সূচনা।প্রায় ৭ একর জমির উপর মাছ ও সব্জি চাষ, ফল ও ওষধি গাছের বাগান, পশুপালন ও ডেয়ারি গড়তে সুসংহত খামার তৈরির স্কিম নিয়েছে এইচডিএ। প্রাথমিকভাবে কয়েকটি দেশি বিদেশি গরু, ছাগল ও চারাপোনা চাষের সূচনা হয়ে বৃহস্পতিবার …

 হলদিয়া খামারবাড়ির সূচনা।প্রায় ৭ একর জমির উপর মাছ ও সব্জি চাষ, ফল ও ওষধি গাছের বাগান, পশুপালন ও ডেয়ারি গড়তে সুসংহত খামার তৈরির স্কিম নিয়েছে এইচডিএ। প্রাথমিকভাবে কয়েকটি দেশি বিদেশি গরু, ছাগল ও চারাপোনা চাষের সূচনা হয়ে বৃহস্পতিবার । ওই খামারে উৎপাদিত টাটকা দুধ, ডিম, মাংস ও মাছ হলদিয়া ভবনে আগত অতিথিদের জন্য ব্যবহার করা হবে। ওই অতিথি নিবাস হলদিয়া বেড়াতে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পাশাপাশি সরকারি আধিকারিকদের জন্য হলদিয়া ভবন ব্যবহৃত হয়। হলদিয়া ভবন নতুন করে সেজে ওঠার পর এখানে অতিথি সমাগম অনেক বেড়ে গিয়েছে। অতিথি ও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের জন্য সুসংহত খামার তৈরির নতুন উদ্যোগ নিয়েছে এইচডিএ।বৃহস্পতিবার তার সূচনা হয়।  উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, সংস্থার দুই ভাইস চেয়ারম্যান সাধন জানা, শেখ সুফিয়ান, আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র, হলদিয়া এনার্জির ভাইস প্রেসিডেন্ট সুশোভন পাত্র সহ শিল্প সংস্থার



 আধিকারিকরা। চেয়ারম্যান বলেন, হলদিয়া ভবনের ১০ একর জমি রয়েছে। এরমধ্যে তিন একর জমিতে অতিথিশালা রয়েছে। বাকি জমি ঝোপজঙ্গল হয়ে পড়েছিল। প্রাচীর ভেঙে গিয়ে এলাকা অরক্ষিত অবস্থায় ছিল। বছর দেড়েক আগে ওই জমি কাজে লাগাতে এইচডিএ খামার গড়ার উদ্যোগ নেয়। একাজে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে হলদিয়া আইওসি রিফাইনারি কর্তৃপক্ষ। ওরা সামাজিক দায়বদ্ধতা স্কিমে ৮৮ লক্ষ টাকা দিয়েছে খামার গড়তে। ওই অর্থে প্রাচীর সহ পরিকাঠামো তৈরি হয়েছে। টেন্ডার ডেকে আগ্রহী সংস্থাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার সিএডিসি নামে সরকারি সংস্থার পরামর্শে ওই খামার তৈরি হচ্ছে বলে জানান এইচডিএর চেয়ারম্যান। হলদিয়া ভবন থেকে সরাসরি জাহাজ দেখতে পাওয়ার সুবিধে রয়েছে বলে পর্যটকরা এখানে ভিড় করে। এইচডিএ পরিকল্পনা রয়েছে, পুরোদমে খামার চালু হলে সংস্থার লোগো ব্যবহার করেই এখান থেকে খাঁটি খামারজাত সামগ্রী হলদিয়ায় বাজারজাত করা হবে। প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে, গড়ে প্রতিদিন ২০০ লিটার দুধ উৎপাদন। এখানে ড্রাগন ফ্রুটের চাষ সহ ভেষজ বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। 



বৃহস্পতিবার বিকেলে এইচডিএতে শিল্প সংস্থা ও সুতাহাটা ব্লকের কয়েকটি সমস্যা নিয়ে বৈঠক করেন এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর ও সিইও কোন্থাম সুধীর। ওই মিটিংয়ে বিধায়ক তাপসী মণ্ডল ও দুর্গাচক থানার পুলিসও উপস্থিত ছিল। সুতাহাটা ব্লকের জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় হলদিয়া এনার্জির বিদ্যুৎ কারখানা গড়ে উঠেছে। ওই কারখানায় কয়লা আনার জন্য হলদিয়া-পাঁশকুড়া রেললাইন থেকে একটি ডেডিকেটেড রেলপথ রয়েছে। রেলপথ তৈরি হওয়ায় গত এক দশক ধরে নিকাশি সমস্যায় পড়েছেন



 কয়েকশো চাষীরা বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র গত মার্চ মাসে এনিয়ে এইচডিএকে অভিযোগ করেছিল। এইচডিএ এনিয়ে সম্প্রতি তৎপর হয়। এদিন এইচডিএর চেয়ারম্যান বলেন, মিটিংয়ে ঠিক হয়েছে হলদিয়া এনার্জি ওই এলাকার নিকাশি খাল সংস্কার করে দেবে। এছাড়া হলদিয়া এনার্জির যাতায়াতের রাস্তায় যে বাজার বসে তা স্থানান্তরিত করার জন্য একটি ৬জনের কমিটি হয়েছে। ওই শিল্প সংস্থা বাজার বসার জন্য বিকল্প জমির ব্যবস্থা করেছে।

No comments