সারাদেশের সঙ্গে রাজিব ওয়েলফেয়ার ফাউন্ডেশানের উদ্যোগে প্রথম বছর ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন
হলদিয়া সিপেড মাঠে।সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন তারপরে চলে বৃক্ষরোপণ বৃক্ষ দান কর্মসূচি। উপস্থিত ছিল হলদিয়ার বিধায়িকা তাপস মন্ডল,…
সারাদেশের সঙ্গে রাজিব ওয়েলফেয়ার ফাউন্ডেশানের উদ্যোগে প্রথম বছর ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন
হলদিয়া সিপেড মাঠে।সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন তারপরে চলে বৃক্ষরোপণ বৃক্ষ দান কর্মসূচি। উপস্থিত ছিল হলদিয়ার বিধায়িকা তাপস মন্ডল,HDA ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,তমলুক সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত ব্যানার্জি, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল,আজিজুর রহমান,শ্যামল মাইতি, তপন মন্ডল সহ অন্যান্যরা।
পরিবেশের রক্ষার্থে বৃক্ষরোপণ,দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যয়ভার গ্রহণ,হাটের সার্জারির জন্য সাহায্য ও বিনা ব্যায়ের অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্যোগ নেওয়া হবে জানালেন তপন মন্ডল।



No comments