সারা দেশের সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস পালন ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা। সকালে পতাকা উত্তোলন তারপর ছাত্রছাত্রী, শিক্ষক-
শিক্ষিকাদের নিয়ে প্রভাত ফেরী বের হল এলাকা পরিক্রমা করে।ফুলের সভাকক্…
সারা দেশের সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস পালন ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা। সকালে পতাকা উত্তোলন তারপর ছাত্রছাত্রী, শিক্ষক-
শিক্ষিকাদের নিয়ে প্রভাত ফেরী বের হল এলাকা পরিক্রমা করে।ফুলের সভাকক্ষে চলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, হাস্যকৌতুক ও প্রশ্নোত্তরসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ডিঃঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক তথা ১৭ নং ওয়ার্ড এডুকেশন কমিটির সম্পাদক যশরাজ ব্রহ্মচারী, ১৭নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সেক আজগর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীতারা পারভিন, সহশিক্ষক যশরাজ ব্রহ্মচারী, সহশিক্ষক অশোক দাস, সহশিক্ষিকা সোমা রানি দাস, সহশিক্ষিকা
অঞ্জনা হুতাইত ভূঞ্যা, সহশিক্ষিকা আম্বিয়া খাতুন, সহশিক্ষিকা মুনমুন মন্ডল, সহশিক্ষিকা নিলিমা প্রধান দাস ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষিকা সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসা ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের।সহশিক্ষক যশোরাজ ব্রহ্মচারী স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশদে আলোচনা করেন।



No comments