Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

পেমিকাকে না পেয়ে পেমিকার বাবকে কাটারি কোপ

পেমিকাকে না পেয়ে পেমিকার বাবকে কাটারি কোপ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটেয়ে পড়ে।এই ঘটনা দেখল পথচারিরা।

 পেশায় স্কুল শিক্ষক গোকুল চন্দ্র মুড়া সোমবার স্কুলে যাওয়া পথেে আচমকায় কাটারি নিয়ে ঝাপিয়ে পড়ে ওই প্রেমিক।কাটারি কোপে  হাতের কব্জি…

 পেমিকাকে না পেয়ে পেমিকার বাবকে কাটারি কোপ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটেয়ে পড়ে।এই ঘটনা দেখল পথচারিরা।



 পেশায় স্কুল শিক্ষক গোকুল চন্দ্র মুড়া সোমবার স্কুলে যাওয়া পথেে আচমকায় কাটারি নিয়ে ঝাপিয়ে পড়ে ওই প্রেমিক।কাটারি কোপে  হাতের কব্জি থেকে হাত বিছিন্ন করে দেয়।মাটিতে লুটিয়ে পড়ে।আশঙ্ক জনক ভাবে পূর্ব মেদিনীপুর জেলা ভগবান পুর হাসপাতাল পরে কোলকাতা বিছিন্ন হাত নিয়ে স্থানান্তরিত করা হয়।স্থানিয় সূত্রে জানাযায় ভগবানপুর থানায় অন্তর্গত দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামের ঘটনা।ঘটনাটি ঘটেছে ভগবানপুর থানার দক্ষিণ ফুলবাড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নন্দ মুড়া। ওই কিশোরীর প্রতিবেশী। বেশ কিছুদিন ধরেই নাবালিকা মেয়েটিকে বিয়ে করার চেষ্টা চালাচ্ছিল সে। এমনকি এর আগে ওই কিশোরীকে নিয়ে পালানোর ঘটনাও ঘটেছে



 একাধিকবার। নাবালিকাকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করারও অভিযোগ ওঠে। এখন যদিও ওই কিশোরী সাবালিকা। পুলিশ সূত্রে জানা গেছে। সেই সূত্রেই ভগবানপুর থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেন শিক্ষক গোকুলচন্দ্র মুড়া। দু’দুবার গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাস করতে হয় নন্দ মুড়াকে। নাবালিকার সঙ্গে সম্পর্কের জেরে তাঁর বিরুদ্ধে পকসো মামলাও দায়ের হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, সেই প্রতিশোধের রাগ থেকেই জামিনে মুক্তি পেয়ে সোমবার সকালে গোকুলচন্দ্রের উপর প্রাণঘাতী হামলা চালায় নন্দ, এমনটাই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায়।

এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও । ভগবানপুর থানার পুলিশ অভিযুক্ত নন্দ মুড়ার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

No comments