Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

ঘূর্ণিঝড় 'ডানা' সতর্কতা হিসেবে কাজ বন্ধ

ঘূর্ণিঝড় 'ডানা' সতর্কতা হিসেবে কাজ বন্ধ রাখা হয়েছে হলদিয়া বন্দর অপারেশনের । বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সাইক্লোন ওয়ার্নিং দেখে আপাতত ২৫ অক্টোবর শুক্…

ঘূর্ণিঝড় 'ডানা' সতর্কতা হিসেবে কাজ বন্ধ রাখা হয়েছে হলদিয়া বন্দর অপারেশনের । বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের সাইক্লোন ওয়ার্নিং দেখে আপাতত ২৫ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত বন্দরের সমস্ত ধরনের অপারেশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত হ্যান্ডেলিং এজেন্সিকে। ইতিমধ্যেই বন্দরের লকগেট অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরের ডক এরিয়ার মধ্যে জাহাজ বা বার্জ চলাচল বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলি বন্দরের ওই ডক এরিয়াতে ঢুকে বিভিন্ন বার্থে মাল খালাস করে। ঝড়ের আশঙ্কায় বন্দরে জাহাজ চলাচল বা পণ্য ওঠানামার কাজ কার্যত বন্ধ থাকবে। 



হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রবীনকুমার দাস বলেন, ঘূর্ণিঝড়ের জন্য বন্দরে ডক এলাকায় অপারেশনের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি হয়েছে। বন্দরের ডক এরিয়ার মধ্যে মোট ১৬টি ছোট বড় জাহাজ রয়েছে। এরমধ্যে ৫টি কোস্টগার্ডের নজরদারি ভেসেল ও জাহাজ রয়েছে। এছাড়া ৫টি বার্জও ডকে বার্থ করে রাখা হয়েছে। ঝড়ের হাত থেকে বাঁচতে ডক এরিয়ায় নিরাপদ



 জায়গায় এগুলি সুরক্ষিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনভর কন্ট্রোল রুম থেকে অফিসাররা ঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখে। বন্দরের এক আধিকারিক বলেন, প্রবল ঘূর্ণিঝড়ের সময় নদী ও সমুদ্র ভয়ানক উত্তাল হয়। সেইসময় জাহাজকে নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বন্দরের ডক এরিয়া লকগেটের সাহায্যে নদী থেকে বিচ্ছিন্ন হওয়ায় জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়। এইমুহূর্তে বন্দরে ৬টি জাহাজে পণ্য ওঠানামার কাজ হচ্ছে। হ্যান্ডেলিং এজেন্সিগুলি বন্দরের নির্দেশ মতো হাওয়ার গতির উপর নজর রাখছে।



বন্দর সূত্রে জানা গিয়েছে, হলদি নদীর তীরে কোস্টগার্ডের  জেটি থেকে ভেসেল ও জাহাজগুলিকে এদিন বিকেলে দ্রুততার সঙ্গে সরিয়ে আনা হয়েছে। ওই ভেসেলগুলি এদিন দুপুর পর্যন্ত নদী ও সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবীদের



 ডাঙায় ফেরার বার্তা দিয়েছে। বন্দরের বড় বড় ক্রেনগুলির অপারেশন বুধবার দুপুরের পরই বন্ধ করে দেওয়া হয়। এরপর ক্রেনগুলির লম্বা আর্ম নামিয়ে সেগুলিকে লোহার খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে।

No comments