পুজো উদ্যোগতাদের সরকারি সাহায্য প্রদান, তুলে দেওয়া হলো অনুদানের চেক,বানভাসিদের পাশে থাকার বার্তা পুলিশে
মহিষাদল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষ থেক…
পুজো উদ্যোগতাদের সরকারি সাহায্য প্রদান, তুলে দেওয়া হলো অনুদানের চেক,বানভাসিদের পাশে থাকার বার্তা পুলিশে
মহিষাদল: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো উদ্যোগতাদের সরকারি সাহায্য প্রদান করা হচ্ছে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আর জি কর কান্ড ও বন্যা পরিস্থিতির কারনে একাধিক পুজো উদ্যোগতা সরকারি অনুদান নিতে না চাইলেও যেসব পুজো কমিটি গুলোর নিতে ইচ্ছুক তাদের হাতে সোমবার সন্ধ্যায় চেক তুলে দেওয়া হয় মহিষাদল থানার পুলিশের পক্ষ থেকে। এদিন মহিষাদল ব্লকের পুজো উদ্যোগতাদের হাতে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাগৃহ থেকে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মহিষাদল ব্লকের ৭৮ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদান ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, জেলা পুলিশের ডিইবি(এসপি) শান্তব্রত চন্দ,হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক-, মহিষাদল থানার অফিসার ইনচার্জ নাড়ুগোপাল বিশ্বাস,মহিষাদল পঞ্চায়েত সমিতি সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা ।
জেলা পুলিশের ডিইবি(এসপি) শান্তব্রত চন্দ,পুজোর সময় মহিলাদের সুরক্ষার্থে স্পেশাল মহিলা টিম কাজ করবে।ব্লক এলাকায় ছোট বড় প্রায় ১০০ বেশি পুজো হয়ে থাকে দুর্গা পুজোয় ভীর হয় খুব।সেখানে পিঙ্ক মোবাইল পুলিশ ফোর্স থাকবে শুধু মাত্র নারী নিরাপত্তায়।চুরি ছিনতাই ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।
মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, বাংলার এই উৎসব হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। সেই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোগতাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিরোধীরা এই পরিষেবা যাতে না তার জন্য নানাভাবে বাধা দিতে থাকে। তা সত্ত্বেও রাজ্য জুড়ে পুজো উদ্যোগতাদের অনুদান প্রদান করা হয়।
No comments