Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

পাঁশকুড়া ও কোলাঘাট এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিলি করেন।

ইন্ডিয়া অয়েল টাউনশিপের গৃহবধূ ও শিক্ষিকাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা "উই কেয়ার" ও হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজিউমার্স স্টোর্স লিমিটেডের সদস্যরা যৌথভাবে গতকাল (২২ সেপ্টেম্বর, ২০২৪) বন্যা কবলিত

 পাঁশকুড়…

 ইন্ডিয়া অয়েল টাউনশিপের গৃহবধূ ও শিক্ষিকাদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা "উই কেয়ার" ও হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজিউমার্স স্টোর্স লিমিটেডের সদস্যরা যৌথভাবে গতকাল (২২ সেপ্টেম্বর, ২০২৪) বন্যা কবলিত



 পাঁশকুড়া ও কোলাঘাট এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিলি করেন। তাঁরা মুড়ি,চানাচুর, চিড়া, পাউরুটি, গুড়, জলের বোতল, মোমবাতি,ধূপ ও দেশলাই-এর প্যাকেট ইত্যাদি প্রত্যন্ত এলাকার অসহায় বন্যার্ত দেড় শতাধিক মানুষের হাতে পৌঁছে দেন। উই কেয়ারের পক্ষে নেতৃত্ব দেন সুস্মিতা মান্না এবং ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজিউমার্স কো-অপারিটিভের পক্ষে নেতৃত্ব দেন কো-অপারেটিভ-এর সম্পাদক জন্মেঞ্জয় মান্না । এছাড়াও ছিলেন শিক্ষিকা গীতা বাসু,  মনোরমাদি, লালমোহন সহ অন্যান্যরা। জন্মেঞ্জয় মান্না জানান, তাঁদের এই মহতী কাজে নৌকো দিয়ে সহযোগিতা করে স্থানীয় প্রশাসন।

No comments