কোলাঘাটে এবার বন্যা পরিদর্শনে কুণাল, দেবাংশু
বন্যার জলে কার্যত বিধ্বস্ত বাংলার একাধিক জেলার মানুষ। কাঁসাই নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে কোমর সমান জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সহ কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকা। সেই সব এলাকা এবার পরি…
কোলাঘাটে এবার বন্যা পরিদর্শনে কুণাল, দেবাংশু
বন্যার জলে কার্যত বিধ্বস্ত বাংলার একাধিক জেলার মানুষ। কাঁসাই নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে কোমর সমান জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সহ কোলাঘাট ব্লকের বিভিন্ন এলাকা। সেই সব এলাকা এবার পরিদর্শনে এলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্য।
আজ সকাল থেকেই কোলাঘাটের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। এদিন তারা দেড়িয়াচক, ভোগপুর সহ একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কুনাল ও দেবাংশু। সেখানকার মানুষজনের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ান তারা। পাশাপাশি উপযুক্ত ত্রাণের বিষয় নিয়ে ও ব্লক প্রশাসনে আধিকারিকদের সাথে কথা বলেন তারা। এদিন মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিভিসিকে এই ঘটনার জন্য দায়ী করেন কুনাল ও দেবাংশু। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে কুনাল ঘোষ বলেন, "একসময় এই
জেলাকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দেখতেন। শুভেন্দু যদি এখানে সঠিক কাজ করতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর এখানকার সাংসদ তিনি কোথায়? আশা করি তিনি এসে মানুষের পাশে দাঁড়াবেন।"
No comments