রাত পোহালে কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো পূজা অর্চনা।
হলদিয়া শিল্প শহরে ছোট বড় করে প্রায় চল্লিশটির বেশি বড় পুজো মন্ডপ রয়েছে। বেশিরভাগ পূজা মণ্ডপ সোমবার বিকেল থেকে উদ্বোধনের কাজ চলছে। রাজ্য আইএনটিটিইউসি
সভাপতি ঋতব্রত বন্দ্যোপ…
রাত পোহালে কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো পূজা অর্চনা।
হলদিয়া শিল্প শহরে ছোট বড় করে প্রায় চল্লিশটির বেশি বড় পুজো মন্ডপ রয়েছে। বেশিরভাগ পূজা মণ্ডপ সোমবার বিকেল থেকে উদ্বোধনের কাজ চলছে। রাজ্য আইএনটিটিইউসি
সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর, তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক আজিজুর রহমান, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল, তমলুক সংগঠনিক জেলা
আইএনটিটিইউসি সহ-সভাপতি আস্তিক চ্যাটার্জি সোমবার ইমামি, হলদিয়া পেট্রো কেমিক্যাল, কোরাইড, ইন্দোরমা ধানসিঁড়ি, মিৎসুমিসি, হিন্দুস্থান ইউনিলিভার,হিন্দরামা
সারকারখানা পূজো মণ্ডপ উদ্বোধন করেন, তমলুক সংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতির চন্দন দে,তমলুক সংগঠনের জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শেক আজগর আলী, হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস
চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,রফিকুল হাসান, সুমন কল্যাণ মিশ্র নেতৃত্বে আদানি, গোকুল, বিপিসিএল, হুগলি মেট্রো, সহ ৭টি পূজা মন্ডব উদ্বোধন করেন। ভারতীয় মজদুর সঙ্গের বিশ্বকর্মা পুজো শুভ উদ্বোধন করেন কাঁথির সংসদ সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি প্রদীপ বিজলী বিশ্বকর্মা পূজোর মন্ডপ উদ্বোধন করেন। নিম্নচাপ সোমবার বেশ কিছু পূজা মন্ডপ মন্ডপের কাজ ছেড়ে উঠতে পারেনি মঙ্গলবার সকালে সেই সব মণ্ডপ শুভ উদ্বোধন হবে। বিশ্বকর্মা পূজাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে হলদিয়া শিল্প শহরে।
No comments