Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

উড়িষ্যা জাজপুরে পুরী-হলদিয়া রুটের ভয়াবহ বাস দুর্ঘটনা

উড়িষ্যা জাজপুরে পুরী-হলদিয়া রুটের ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত পূর্ব মেদিনীপুরের ১২ জন যাত্রী এ রাজ্যে ফিরলেন। প্রশাসনের উদ্যোগে গাড়ি পাঠিয়ে কটক থেকে তাদের ফিরিয়ে আনা হলো। প্রত্যেককে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাস…




 উড়িষ্যা জাজপুরে পুরী-হলদিয়া রুটের ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত পূর্ব মেদিনীপুরের ১২ জন যাত্রী এ রাজ্যে ফিরলেন। প্রশাসনের উদ্যোগে গাড়ি পাঠিয়ে কটক থেকে তাদের ফিরিয়ে আনা হলো। প্রত্যেককে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল, কাউকে রেফার করার মতো নয় বলে জানালেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। এছাড়াও এই জেলার মৃত চারজনের দেহ ময়নাতদন্ত শেষ হয়েছে তাদের দেহ রাত্রিতে তাদের পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে। দেহ আনার জন্য সববাহী গাড়িও পাঠানো হয়েছে। এই জেলার আরো দুজন যাত্রী আশংকা জনক থাকায় তাদেরকে কটকে ভর্তি রাখা হয়েছে।

এদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শী দাশগুপ্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,

১) গতকালের বাস দুর্ঘটনার কম গুরুতর আহত ১২ জনকে কটক থেকে এগরায় হাসপাতালে আনা হয়েছে এবং তাদের চেক আপ করা হচ্ছে। এডিএম এবং এসডিও ও একটি মেডিকেল টিম  এগরা হাসপাতালে রয়েছেন। 

২) কটক থেকে ময়নাতদন্ত শেষে মৃত চারজনের মরদেহ নিয়ে রওনা হয়েছেন আধিকারিক ও পরিবারের সদস্যরা। 

৩) পশ্চিম মেদিনীপুরের এডিএম এলআর, পশ্চিম মেদিনীপুর-সহ - পশ্চিম মেদিনীপুরের দলটি সকাল থেকেই কটকে পৌঁছেছে। পূর্ব মেদিনীপুর থেকে একটি টিম সন্ধ্যার মধ্যে পৌঁছে যাচ্ছে এবং গুরুতর আহতদের জন্য দলটি আপাতত সেখানেই থাকবে।

No comments