Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

৬ সন্তানের জন্ম দিলেন তরুণী

এক ঘণ্টায় পর পর ৬ সন্তানের জন্ম দিলেন তরুণী

এক ঘণ্টার মধ্যে পাকিস্তানের এক তরুণী পর পর ৬ জন সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৯ এপ্রিল পৃথিবীর আলো দেখা ছয় সদ্যোজাতর মধ্যে ৪ জন ছেলে ও ২ জন মেয়ে। প্রত্যেকেরই ওজন ২ পাউন্ডের কম। তবে তারা সু…

 এক ঘণ্টায় পর পর ৬ সন্তানের জন্ম দিলেন তরুণী



এক ঘণ্টার মধ্যে পাকিস্তানের এক তরুণী পর পর ৬ জন সন্তানের জন্ম দিয়েছেন। গত ১৯ এপ্রিল পৃথিবীর আলো দেখা ছয় সদ্যোজাতর মধ্যে ৪ জন ছেলে ও ২ জন মেয়ে। প্রত্যেকেরই ওজন ২ পাউন্ডের কম। তবে তারা সুস্থ রয়েছে। কিন্তু ওজন বেশ কম হওয়ায় তারা আপাতত ইনকিউবেটরে রয়েছে। দিনকয়েকের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হবে। তাদের মা-ও ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার হাজারা কলোনির বাসিন্দা ২৭ বছরের জিনাত ওয়াহেদকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর স্বামী মহম্মদ ওয়াহেদ জানিয়েছেন, ওই দিন জিনাতের প্রসব-বেদনা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পর দিন তিনি সন্তানদের জন্ম দেন।

No comments