বিবাহের আসরে দুই পরিবেশপ্রেমী - হলদিয়ার মানিক ভূঞ্যা এবং কাঁথির শিবন্তী সিনহা। পরিবেশ রক্ষার জন্য নিজেদের কাজের সময়ের বাইরে, এরা বেরিয়ে পড়তেন গাছ লাগাতে আর পাখিদের বাসা বানিয়ে দিতে।এভাবেই পরিচয় থেকে
পরিনয়।নিজেদের বিয়ের অনুষ্ঠান…
বিবাহের আসরে দুই পরিবেশপ্রেমী - হলদিয়ার মানিক ভূঞ্যা এবং কাঁথির শিবন্তী সিনহা। পরিবেশ রক্ষার জন্য নিজেদের কাজের সময়ের বাইরে, এরা বেরিয়ে পড়তেন গাছ লাগাতে আর পাখিদের বাসা বানিয়ে দিতে।এভাবেই পরিচয় থেকে
পরিনয়।নিজেদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য তারা উপহার হিসেবে তুলে দিলেন ৫০০ টি চন্দন গাছের চারা। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে পরিবেশ রক্ষায় নিযুক্ত সংগঠন চন্ডীপুর রবীন্দ্র পরিষদের সদস্যরা এসেছেন শুভেচ্ছা জানাতে নববিবাহিত দম্পতিকে।আর উপহার হিসেবে তাদের সঙ্গেও গাছ।চন্ডীপুর ব্লকের চিরায়ত পটচিত্রের আঙ্গিকে সাজানো টবের মধ্যে তারা উপহার দিলেন একটি কনকচাঁপা গাছ। রবীন্দ্র পরিষদের সম্পাদক প্রতীক জানা বললেন, " গাছ লাগানো ঘিরেই মানিক ভূঞ্যার সঙ্গে আমাদের পরিচয়।একসঙ্গে সবাই মিলে ইতিমধ্যে অনেক জায়গায় গাছ লাগানো হয়েছে। হলদিয়ার দূষিত পরিবেশের বিরুদ্ধে মানিকের মতো পরিবেশকর্মীদের লড়াইয়ের পাশে থাকার জন্যই আমরা ছুটে এসেছি "। তাঁর সঙ্গে রয়েছেন প্রদীপ কুমার জানা, দেবগোপাল মন্ডল, স্মরণিকা পড়ুয়া এবং অন্যরাও।
No comments