হলদিয়া শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নয়া উদ্যোগ,৫৪ টি কারখানায়তেই আইএনটিটিইউসি ইউনিট
রাজ্যের শিল্পায়নের মুখ হলদিয়ায় শ্রমিকস্বার্থে আরও এক পদক্ষেপ বড় চমকও।শিল্পাঞ্চলের কাজের পরিবেশ নষ্ট না করেই এই পদক্ষেপে খুশি শ্…
হলদিয়া শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নয়া উদ্যোগ,৫৪ টি কারখানায়তেই আইএনটিটিইউসি ইউনিট
রাজ্যের শিল্পায়নের মুখ হলদিয়ায় শ্রমিকস্বার্থে আরও এক পদক্ষেপ বড় চমকও।শিল্পাঞ্চলের কাজের পরিবেশ নষ্ট না করেই এই পদক্ষেপে খুশি শ্রমিক মহল।আজ,শুক্রবার হলদিয়ার এক্সাইড কারখানার গেটে শাসকদলের শ্রমিক সংগঠনের সভায় থাকছে সেই চমক দেখলো শ্রমিকরা।ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে কর্মচ্যুত ১৩ জন শ্রমিককে কাজে ফেরানো হল, তাঁদের মঞ্চে তুলে সম্বর্ধনা দেওয়া হল।ঘোষণা করা হল আইএনটিটিইউসির এক্সাইড ইউনিটের দুই প্রতিনিধির নাম।এবং পরবর্তী ক্ষেত্রে যা গঠিত হবে রাজ্যের শিল্পাঞ্চলের মুখ হলদিয়ার ৫৪টি স্বীকৃত শিল্প কারখানায়।ধীরে ধীরে প্রতিটি কারখানায় ইউনিট গড়া হলে সমন্বয় সাধন অনেক সহজ হবে। একজন অন্য কোথাও নাক গলাতে পারবেন না। নেতৃত্বের মধ্যেও সমন্বয় রাখা সহজতর হয়ে উঠবে।তবে এক্সাইড গেটের সভা আর একটি কারণেও গুরুত্বপূর্ণ।এই সভা থেকেই শ্রমিকস্বার্থ বিরোধী কেন্দ্রীয় শ্রম কোড বাতিলের দাবিও উঠেছে।
উল্লেখ্য,এই এক্সাইড কারখানার গেটেই গতবছর আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৎকালীন তৃণমূল শ্রমিক সংগঠনের দুই উচ্চ পর্যায়ের নেতাকে পুলিশ গ্রেফতার করেছিল এবং দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল।পরবর্তী ক্ষেত্রে হলদিয়াকে গুরুত্ব দিয়ে গুচ্ছ পদক্ষেপ নেয় রাজ্য।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছরে শ্রমিক সমাবেশে জানিয়ে দেন, শ্রমিকদের স্বার্থ অবশ্যই দেখা হবে, কিন্তু কোনও অবস্থায় উৎপাদন বিঘ্নিত বৈঠকের ভিত্তিতে। করা চলবে না। কাজের পরিবেশ বজায় রাখাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। কারণ, তৃণমূল ক্ষমতায় আসার পর বন্ধ বা ধর্মঘটে কর্মদিবস নষ্ট হয়নি। বললেই চলে। সেই কারণেই এখানে লগ্নিতে আগ্রহী হন সকলেই। তাছাড়া, ঠিকাদারি করলে বা লেবার কন্ট্রাক্টর হলে শ্রমিক সংগঠনের নেতা হওয়া চলবে না। কোনওভাবে ঠিকাদারদের ছড়ি ঘোরানো বরদাস্ত করা হবে না। ঠিকাকর্মী নিয়োগে যে অনিয়ম বাম আমলে চলছিল তা পুরোটা মুছে একটা সিস্টেমে আনতে নির্দেশ দেওয়া হয়।
এদিন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় এক্সাইড ইন্ডাট্রিজ কারখানায় শ্রমিক ইউনিটের দুই প্রতিনিধির নাম ঘোষণা করেন।চন্দ্রনাথ মন্ডল ও সৈয়দ মৈনুদ্দিন কে শ্রমিক ইউনিটের যুগ্ম সম্পাদক ও সুদীপ্ত ভক্তাকে সভাপতি হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।এদিনের সভায় দুই প্রধান বক্তা ঋতব্রত বন্দোপাধ্যায় ও কুণাল ঘোষ নাম না করে এক্সাইড কারখানার ম্যানেজমেন্ট কে নিশানা করেন।আগামী দিনে কোন কারখানার কোন শ্রমিককে অতিরিক্ত কাজ বা শ্রমিক শোষণ করলে কড়া ব্যাবস্থা গ্ৰহণ করবে দল।
No comments