হলদিয়া: হলদিয়ার বস্তীবাসীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ না করা,উদ্বাস্তু পরিবারের এখনো যাঁরা পুর্নবাসন কলোনীর জায়গা পায়নি,অবিলম্বে তাঁদের বাসস্থানের জায়গা,উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের কাজ
দেওয়ার …
হলদিয়া: হলদিয়ার বস্তীবাসীদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ না করা,উদ্বাস্তু পরিবারের এখনো যাঁরা পুর্নবাসন কলোনীর জায়গা পায়নি,অবিলম্বে তাঁদের বাসস্থানের জায়গা,উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের কাজ
দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এবং কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারের একজনকে দ্রুততার সাথে কাজে নিয়োগ করা সহ একগুচ্ছ দাবি,দাওয়া নিয়ে হলদিয়ার সিপিআইএম নেতৃত্বরা হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনে স্মারকলিপি জমা দেন মঙ্গলবার।এদিন টাউনশিপ মাখন বাবুর বাজার থেকে জওহর টাওয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অচিন্ত্য শাসমল,পরিতোষ পট্টনায়ক,সিআইটিইউ নেতৃত্ব লক্ষীকান্ত সামন্ত,বস্তী উন্নয়ন সমিতির জেলা সম্পাদক আশীষ দোলুই প্রমুখ।
No comments