রাখীবন্ধন ও বৃক্ষরোপণ উৎসব মাতোয়ারা হলদিয়ার দুর্গাচকবি।শ্বকবির এ গান চিরন্তন শাশ্বত । ফোরামের কয়েকশো মহিলা এই গানের সুরে সুর মিলিয়ে রাস্তার পথচারী ,পথ শিশু, বাস - অটোর চালক ও সাধারণ নাগরিকদের সকলের হাতে পবিত্র রাখী বেঁধে দি…
রাখীবন্ধন ও বৃক্ষরোপণ উৎসব মাতোয়ারা হলদিয়ার দুর্গাচকবি।শ্বকবির এ গান চিরন্তন শাশ্বত । ফোরামের কয়েকশো মহিলা এই গানের সুরে সুর মিলিয়ে রাস্তার পথচারী ,পথ শিশু, বাস - অটোর চালক ও সাধারণ নাগরিকদের সকলের হাতে পবিত্র রাখী বেঁধে দিলেন, সাংবাদিকদের সংগঠন ,হলদিয়া সংবাদপত্র ফোরাম সবাইকে মিষ্টিমুখ করান । হলদিয়া দূর্গাচকে মঞ্জুশ্রী মোড়ে পথচলতি মানুষদের হাতে রাখীর পাশাপাশি যারা মাস্ক পরছেন না তাদের মাস্ক প্রদান ও সচেতনার করার জন্য রাস্তায় নামল হলদিয়া সংবাদপত্র ফোরামের সদস্যরা । অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন হলদিয়ার পুলিশ- প্রশাসন ।
শুভ অনুষ্ঠানের উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি তাপস কুমার মাইতি ,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ চক্রবর্তী ,দুর্গাচক থানার আধিকারিক রাজকুমার দেবনাথ ,হলদিয়ার সংবাদপত্র ফোরামের সম্পাদক দীপক পন্ডা । বৃক্ষরোপণ করে, গাছে জল দিয়ে এবং সেই গাছকে রাখি পরিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় ।
চারপাশে আবর্জনা ,আগাছা দূর করে সেগুলি বাগানের আকারে সাজানো । আজ সেই কর্মসূচীর সূচনা করলেন তাঁরা নিজেরাই । বিশ্বকবির মূর্তিতে মাল্যদান , বৃক্ষরোপণ , রাখীবন্ধন ও মিষ্টান্ন প্রদানের সাথে সাথে সংগীত ও কবিতা পাঠ চলতে থাকে । “ বাংলার মাটি বাংলার জল ” সংগীতের সাথে রাখী বেঁধে মৈত্রী ও সম্প্রীতির বার্তা দেন সাধারণের মধ্যে । উপস্থিত অতিথিরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । সকলকে পবিত্র রাখীর শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করেন । হলদিয়ার সংবাদপত্র ফোরাম রাখির পাশাপাশি সচেতনতামূলক প্রচারে রাস্তায় ,সাথে পুলিশ ও প্রশাসনিক কর্তারা ।
No comments