হলদিয়াঃ- 19 আগস্ট 2021 গ্লোবাল পরিবারের কাছে একটি স্মরণীয় দিন। আজ থেকে 16 বছর আগে এই দিনটিতেই হলদিয়ার বুকে গ্লোবাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি নামে একটি কলেজ মাথা উঁচু করে দাঁড়ায়। গ্লোবাল পরিবার নানান বর্ণাঢ্য অনুষ্…
হলদিয়াঃ- 19 আগস্ট 2021 গ্লোবাল পরিবারের কাছে একটি স্মরণীয় দিন। আজ থেকে 16 বছর আগে এই দিনটিতেই হলদিয়ার বুকে গ্লোবাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি নামে একটি কলেজ মাথা উঁচু করে দাঁড়ায়। গ্লোবাল পরিবার নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে স্মরণ করলো।মানুষ হল পরিবেশের সন্তান। পরিবেশের মধ্যেই মানুষের আবির্ভাব, শ্রীবৃদ্ধি ও বিলয় ঘটে। গ্লোবাল পরিবার তাই বৃক্ষরোপণ করে পরিবেশকে আপন করে নিল। উপস্থিত ছিলেন আই কেয়ার তথা গ্লোবাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি চেয়ারম্যান ডঃ লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়,
আই কেয়ার সম্পাদক আশীষ লাহিড়ী মহাশয়,হলদিয়া ল কলেজের ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ মহাশয়,ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স এর ভাইস চেয়ারম্যান মাননীয়া স্পর্শিতা পন্ডা শেঠ মহাশয়া, বিশিষ্ট সমাজ সেবক অশোক পট্টনায়ক, মহাশয়,কলেজের অধ্যক্ষ ডক্টর বিক্রমজীত চৌধুরী মহাশয়,রেজিস্টার ডক্টর সুবিমল দাস মহাশয় ও কলেজের সমস্ত স্টাফেরা।চেয়ারম্যান স্যার সারা পশ্চিমবঙ্গে গ্লোবালের অবস্থান কোথায় তা ব্যক্ত করেন।2006 সালে সামান্য কিছু সংখ্যক ছাত্র দিয়ে আজ প্রায় 1300জন ছাত্র-ছাত্রী এই কলেজে পড়াশোনা করছে।পড়াশুনার মান আরও উন্নত করতে হবে। ভবিষ্যতে আরও পাঁচটি নতুন স্টিম শুরু হবে সে কথাও জানান।গ্লোবাল এর এই সাফল্যের জন্য সমস্ত গ্লোবাল পরিবারকে শুভেচ্ছা জানান। আমরা গ্লোবাল পরিবার অঙ্গীকার করছি পূর্বে যেরূপ গ্লোবাল পশ্চিমবঙ্গের মধ্যে একটি উজ্জ্বল স্থান দখল করেছিল তা যাতে অক্ষুন্ন থাকে সেই দিকে নজর দেবো ।ভবিষ্যতে এই কলেজ আরো যাতে উন্নততর পঠন পাঠন এর ব্যবস্থা হয় তার জন্য আমরা অঙ্গিকার বদ্ধ।
No comments