বংটাইমস নিউজ;- আবারও রেল মহিলা কামরায় ভয়াবহ হামলা ছিনতাইবাজদের ,রেল যাত্রার নিরাপত্তা গুরুতর প্রশ্নের সম্মুখিন, বিশেষ করে মহিলা কামরার যাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যায় মহিলা কামরায় ছিনতাইবাজদের আক্রমনের শিকার হলেন এক সরকারি আধিকারিক…
বংটাইমস নিউজ;- আবারও রেল মহিলা কামরায় ভয়াবহ হামলা ছিনতাইবাজদের ,রেল যাত্রার নিরাপত্তা গুরুতর প্রশ্নের সম্মুখিন, বিশেষ করে মহিলা কামরার যাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যায় মহিলা কামরায় ছিনতাইবাজদের আক্রমনের শিকার হলেন এক সরকারি আধিকারিক। ছিনতাইবাজরা বাধা পেয়ে ওই আধিকারিককে ট্রেনে প্ল্যাটফর্মে ফেলে দিল। গুরুতর ভাবে জখম হয়েছেন ওই মহিলা। জানা গেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিএলআরও সংযুক্তা পাল ডাউন পাঁশকুড়া লোকাল ধরে নিজের বাড়ি ফিরছিলেন।ঘোড়াঘাটা স্টেশনের কাছে আসতেই মহিলা কামরায় দুজন ছিনতাইকারী তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে নেমে পড়তে গেলে বাধা দেন তিনি। তখনই ধাক্কা দিয়ে তাঁকে প্ল্যাটফর্মে ফেলে দিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। প্লাটফর্মের কংক্রিটে পড়ে গিয়ে জ্ঞান হারান সংযুক্তা। মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় আধঘন্টা মতন পড়ে থাকেন সেখানেই। এরপর রেল পুলিশ দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশের কাছ থেকে খবর পায় বাড়ির লোকেরা। হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর সংযুক্তা জানান, প্রতিদিনই হাওড়ার কদমতলার বাড়ি থেকে লোকাল ট্রেনে নন্দকুমারে কর্মস্থলে যান । গত তিন বছর ধরে। তিনি বলেন, “মেচেদা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। দরজার পাশেই একটা সিটে বসেছিলাম। কোলাঘাট স্টেশন থেকে দুই যুবক মহিলা কামরায় উঠেছিল। ঘোড়াঘাটা স্টেশনের কাছে ট্রেনের গতি কমতেই ওরা আমার মোবাইল ফোনটা কেড়ে নিয়ে নামতে যায়। আমি বাধা দিলে আমাকে ট্রেন থেকে ধাক্কা মারে। তারপর আর কিছু মনে নেই।”
ঘটনায় রীতিমত পর মহিলা কামরার নিরাপত্তা চিন্তিত মহিলা যাত্রীরা। মহিলা কামরা গুলিতে কেন রেল পুলিশের বা আরপিএফের নজরদারি থাকে না বিশেষ করে বিকালের পর থেকে সে নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া ছিনতাইবাজ, পকেটমার কারা, কে কোথায় অপারেশন করে ? এটা পুলিশের জানার কথা। কিভাবে এরা স্টেশন চত্বরে ঢুকতে পারে সে নিয়েও উঠেছে প্রশ্ন।কেন নিরাপত্তা রক্ষী ছিলনা মহিলা কামরায় এর উত্তরে দক্ষিন পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বরিষ্ঠ বাণিজ্যিক অধিকর্তা তথা জন সংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেছেন, আমাদের প্রয়োজনের তুলনায় রক্ষী কম রয়েছে । আমরা রেলের নিরাপত্তা বাহিনীকে দিয়ে অবস্থার পর্যালোচনা করছি যাতে বিকালের পরে মহিলা কামরায় নিরাপত্তা রক্ষী দেওয়া যায়।


No comments