বংটাইমস নিউজ;- এনভিএফ কর্মীর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ।পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারে রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক এনভিএফ কর্মীর মৃতদেহ। মৃত পুলিশকর্মীর নাম …
বংটাইমস নিউজ;- এনভিএফ কর্মীর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় ।পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া বাজারে রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক এনভিএফ কর্মীর মৃতদেহ। মৃত পুলিশকর্মীর নাম গৌতম পাএ (৩৫)। তার বাড়ি মারিশদা থানার শঙ্করপুর গ্রামে।গৌতম কাঁথি থানার এনভিএফ পুলিশ কর্মী হিসাবে কর্মরত ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সাত সকালে স্থানীয় সাইক্লোন ক্লাবের সামনের উঠানে ওই যুবককে সঞ্জাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা।এরপর তারা কাঁথি থানায় খবর দিলে পুলিশ এসে দেখেন ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপরেই তাঁরা দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাটি খুন নাকি এর পেছনে অন্য কারন রয়েছে তা ময়না তদন্তের রির্পোট এলেই পরিস্কার হবে। পুলিশ মৃত গৌতমের পরিবার ও আত্মীয়দের জিজ্ঞসাবাদ শুরু করেছে।


No comments