Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নাসাকে ছাপিয়ে চাঁদের দক্ষিণে প্রথম পা ভারতের,সুসংবাদ দিয়েছেন ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন

বংটাইমস নিউজ;- রবিবার অরবিটারের থার্মাল ইমেজে বিক্রম ধরা পড়তেই হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ।চাঁদের মাটিতে হারিয়ে যায়নি বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোন জায়গায় নেমেছে বিক্রম, চাঁদের কক্ষপথে থাকা অরবিটার তা জানতে পেরেছে।শুধু জান…


বংটাইমস নিউজ;- রবিবার অরবিটারের থার্মাল ইমেজে বিক্রম ধরা পড়তেই হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল ।চাঁদের মাটিতে হারিয়ে যায়নি বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোন জায়গায় নেমেছে বিক্রম, চাঁদের কক্ষপথে থাকা অরবিটার তা জানতে পেরেছে।শুধু জানতে পারায় নয়, এমনকি অরবিটার ছবিও তুলে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা বিক্রমের। সেই সব ছবি অরবিটার ইসরোর গ্রাউন্ড কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছে বলে জানাও গিয়েছে। আর রবিবার এই সুসংবাদ দিয়েছেন ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন।তিনি এদিন জানিয়েছেন, “এখনো পর্যন্ত বিক্রমের থেকে কোন রেডিও সিগন্যাল পৌঁছায়নি অরবিটারের কাছে। কিন্তু সে কোথায় নেমেছে তার খবর পাওয়া গিয়েছে। এখন আশা খুব শীঘ্রই বিক্রমের সাথে যোগাযোগ করা সম্ভব হবে।”

৭ ই সেপ্টেম্বর মধ্যরাতে রাত্রি দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের মাটিতে নামার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। সেই মত প্রক্রিয়াও শুরু হয়ে যায় রাত্রি ১:৩৮ মিনিটে। বিক্রমের গতিবেগ সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে নামিয়ে আনা হয় ০ তে। তারপর শুরু হয় হার্ড ব্রেকিং কাউন্টডাউন। হার্ড ব্রেকিং প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হয় ফাইন ব্রেকিং পর্ব। আর এই পর্ব শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। এই পর্যায়েয় কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে হতাশ হয়ে পড়েন ইসরোর বিজ্ঞানী এবং কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইসরোর চেয়ারম্যান কে শিবনের কাছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপর রাত্রি ২:২০ নাগাদ সেই বিষাদঘন দুঃসংবাদ প্রকাশ করেন কে শিবন। তিনি জানান, “বিক্রমের অবতরণ প্রক্রিয়া স্বাভাবিক চলছিল। তারপর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যানটির সাথে। বিক্রমের সাথে যোগাযোগ যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা।”এরপর আজ ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন সংবাদমাধ্যমকে বড়ই সুখবর শোনালেন, ‘‘চাঁদের মাটিতে খোঁজ পাওয়া গিয়েছে বিক্রমের। অরবিটার বিক্রমের থার্মাল ইমেজ পাঠিয়েছে। তবে কোনও যোগাযোগ সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি যোগাযোগ স্থাপন করতে।’’

No comments